ঢাকা: পালা বদলের সঙ্গে সঙ্গে বাংলাদেশে স্কুল পাঠ্য়ক্রমেও বড় বদল আসতে চলেছে৷ পাঠ্যসূচির সঙ্গে সঙ্গে পাল্টে ফেলা হবে বই-এর কভার পেজও৷ পাঠ্য পুস্তকে এবার থেকে আর অতিরিক্ত ঐতিহাসিক তথ্য বা কোনও ব্যক্তির অপ্রয়োজনীয় প্রশংসা থাকবে না৷ সই স্রোতে বাদ পড়বেন শেখ হাসিনাও৷ এমনই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। (bd school curriculum changes)
আগামী শিক্ষাবর্ষ থেকই বদল bd school curriculum changes
সরকারি কর্তারা বলেছেন, আগামী শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকে পরবর্তী আনা হচ্ছে৷ বিভিন্ন গ্রেডে মোট ৩৩টি পাঠ্যপুস্তক সংশোধনের জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করেছে। তিন থেকে পাঁচজন বিষয় ভিত্তিক বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত হয়েছে প্রতিটি কমিটি৷ তারা এনসিটিবি এবং অন্তর্বর্তী সরকারের নির্দেশ মেনে পাঠ্যপুস্তক পর্যালোচনা করে তা সংশোধনের কাজ করবে।
একাধিক বিষয়ে পরিবর্তন bd school curriculum changes
মনে করা হচ্ছে, বাংলা, অঙ্ক, আইসিটি, বাংলাদেশ এবং গ্লোবাল স্টাডিজ, নাগরিক বিজ্ঞান এবং নাগরিকত্ব, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়গুলিতে অনকটাই পরিবর্তন আসতে চলেছে৷ এই কমিটির এক সদস্য বলেন, ‘বিগত সরকারের আমলে যে পাঠ্যপুস্তক পড়ানো হত, তাতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অতিরঞ্জিত বর্ণনা এবং বক্তৃতা রয়েছে। সেই সব বিষয়বস্তু অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।’ ফলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বক্তব্য যে পাঠ্যপুস্ত থেকে বাদ পড়তে চলেছে, তা বেশ স্পষ্ট৷
নাম প্রকাশে অনুচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান উভয়কেই স্বীকৃতি দেওয়া হবে৷ দেশের জন্য তাঁদের অবদানের জন্য সম্মান জানানো হবে ৷ তবে পাঠ্যপুস্তকে আর কোনও মিথ্যা বা বিকৃত ইতিহাস থাকবে না।’’
Bangladesh: Bangladesh is set to overhaul its school curriculum, including textbook cover pages, removing unnecessary historical details and praises of individuals, including Sheikh Hasina. The changes will be implemented in the next academic year.