নর্থইস্ট ম্যাচে নেই সাদা-কালোর এই তারকা ফুটবলার

আগামী শুক্রবার সন্ধ্যায় পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) । যেখানে তাঁদের লড়াই করতে হবে পেদ্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের (North…

Gaurav Bora Doubtful for Mohammedan SC Crucial Match Against Punjab FC

আগামী শুক্রবার সন্ধ্যায় পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) । যেখানে তাঁদের লড়াই করতে হবে পেদ্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের (North East United FC) সঙ্গে। গত বছরের টানা পরাজয়ের হতাশা ভুলে জয় দিয়েই নতুন বছর শুরু করতে বদ্ধপরিকর সাদা-কালো ব্রিগেড। কিন্তু সেক্ষেত্রে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, গত কয়েকটি ম্যাচ ধরেই ব্যাপক ছন্দে রয়েছে পাহাড়ের এই ফুটবল ক্লাব। শেষ দুইটি ম্যাচে তাঁরা টানা পরাজিত করেছে হায়দরাবাদ এফসি থেকে শুরু করে মুম্বাই সিটি এফসির মত দলকে।

সঞ্জয় সেনের প্রশংসায় পঞ্চমুখ লাল-হলুদ শীর্ষকর্তা , কী বললেন?

   

সেই ধারা বজায় রেখে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলে নিজেদের স্থান মজবুত করার লক্ষ্য থাকবে আলাদিন আজারেইদের। তাছাড়া ঘরের মাঠে নর্থইস্ট যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। অন‌্যদিকে, গত ম্যাচে ওডিশা এফসিকে আটকানোর পর জয় ছিনিয়ে নিতে চাইবেন আন্দ্রে চেরনিশভ‌। সেইমতো গোটা দলকে অনুশীলন করাচ্ছেন এই আইলিগ জয়ী কোচ‌। পাশাপাশি গতকাল থেকেই দলের অনুশীলনে এসেছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের নব নিযুক্ত সহকারী কোচ মেহরাজুদ্দিন ওয়াডু।

দলকে চ্যাম্পিয়ন করে কী বললেন সঞ্জয় সেন ?

তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের। কিন্তু আসন্ন এই ফুটবল ম্যাচে হয়তো মাঠে নামতে পারবেন না মিরজালল কাশিমভ (Mirjalol Qosimov) । হিসাব অনুযায়ী দেশের এই প্রথম ডিভিশন লিগে একাধিক হলুদ কার্ড দেখে ফেলেছেন উজবেকিস্তানের এই তারকা মিডফিল্ডার। যা কিছুটা হলেও প্রভাব ফেলবে দলের মাঝমাঠে। এক্ষেত্রে অ্যালেক্সিস গোমেজের পাশাপাশি ফ্রাঙ্কার মতো ফুটবলারদের উপরেই হয়তো বাড়তি ভরসা রাখবেন সাদা-কালো কোচ।

শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে এই লক্ষ্য মশাল ব্রিগেডের?

বলাবাহুল্য, গত হোম ম্যাচে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে দাপটের সাথে ফুটবল খেললে ও গোলের মুখ খোলা সম্ভব হয়নি ময়দানের এই প্রধানের পক্ষে। বেশ কয়েকবার গোলের সহজ সুযোগ এলেও সেটি কাজে লাগাতে পারেননি দলের ফুটবলাররা। যা নিঃসন্দেহে হতাশ করেছে সকলকে। এবার গোলের খড়া কাটিয়ে দলকে ছন্দে ফেরানোই অন্যতম লক্ষ্য চেরনিশভের।