বছরের শুরুতেই সুখবর! সস্তা হল রান্নার গ্যাস, কলকাতায় দাম কত?

কলকাতা: বছরের শুরুতেই মিলল সুখবর। দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের। এক লাফে অনেকটা কমে গেল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম৷ (lpg cylinder price drop) দাম…

lpg cylinder price drop

কলকাতা: বছরের শুরুতেই মিলল সুখবর। দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের। এক লাফে অনেকটা কমে গেল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম৷ (lpg cylinder price drop)

দাম কমল বাণিজ্যিক গ্যাসের lpg cylinder price drop

সাধারণত প্রতি মাসের পয়লা তারিখ গ্যাসের দাম ঘোষণা করা হয়৷ সেই মতোই ১ জানুয়ারিও গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়৷ ২০২৫-এর শুরুতেই মিলল সুখবর৷ সিলিন্ডারপিছু বাণিজ্যিক গ্যাসের দাম কমল ১৬ টাকা৷ তবে গৃহস্থালির গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি৷ হেঁশেলে ব্যবহৃত ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম একই থাকবে৷ ২০২৩ সালের আগস্ট মাসে শেষবার বাড়ির রান্নার গ্যাসের দাম কমানো হয়েছিল ১০০ টাকা। 

   

দিল্লিতে কত হল দাম? lpg cylinder price drop

দাম কমায় দিল্লিতে এবার ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে গেলে লাগবে ১৮১৪ টাকা। ২০২৪-এর ডিসেম্বরেই ১৯ কেজি এলপিজি-র দাম ১৬.৫০ টাকা বাড়ানো হয়েছিল৷ তার আগে গত নভেম্বর মাসে ৬২ টাকা বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম৷ দিল্লি থেকে মুম্বই পর্যন্ত গ্যাস সিলিন্ডারের দাম ১৪-১৬ টাকা কমানো হয়েছে। কোম্পানিগুলো ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমালেও ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে।

কলকাতায় দাম কত? lpg cylinder price drop

শুধু দিল্লি নয়, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে শহর কলকাতায়ও৷ সেই মোতাবেক এবার ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯২৭ টাকা থেকে কমে ১৯১১ টাকা হল। অর্থাৎ কলকাতায় ১৬ টাকা কমল গ্যাস সিলিন্ডারের দাম৷ বাণিজ্যনগরী মুম্বইয়ে সিলিন্ডারের দাম ১৫ টাকা কমে হল ১৭৫৬ টাকা। বিহারেও সস্তা এলপিজি৷ ২০৭২.৫০ টাকা থেকে দাম কমে হল ২০৫৭ টাকা। 

Business: Good news at the start of the year! The price of 19kg commercial LPG gas cylinders has dropped by ₹16 in January 2025. However, there is no change in the price of household LPG cylinders. Get the latest updates on LPG prices in Delhi and across India.