মুম্বাইয়ে আসতে ভয় পান দক্ষিণী সুন্দরী কীর্তি সুরেশ, কারণ কী?

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বেবি জন’(Baby John) ছবিটি। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রেখেছেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ (Keerthy Suresh) । অভিষেকের উচ্ছ্বাসের পাশাপাশি মুম্বাই পাপারাজ্জিদের…

“Paparazzi Culture Scares Me,” Says Keerthy Suresh on Her Mumbai Experience

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বেবি জন’(Baby John) ছবিটি। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রেখেছেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ (Keerthy Suresh) । অভিষেকের উচ্ছ্বাসের পাশাপাশি মুম্বাই পাপারাজ্জিদের (Paparazzi) ভয়ে রীতিমতো কাবু এই দক্ষিণী সুন্দরী । গালাট্টা প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে কীর্তি মুম্বাইয়ের (Mumbai)পাপারাজ্জিদের সঙ্গে অভিজ্ঞতা কথা বলেন।

কীর্তি সুরেশ (Keerthy Suresh) বলেন, “পাপারাজ্জিদের সামনে দাঁড়ানো আমার জন্য খুব নার্ভাসিং। তাদের উপস্থিতি আমাকে সচেতন করে তোলে। একজন অভিনেতা হিসেবে মনোযোগ পাওয়া অবশ্যই ভালো বিষয়, কিন্তু এমন মনোযোগ সব সময় পছন্দ হয় না। আপনি যেখানে যান না কেন, বিমানবন্দর, সেলুন বা জিম—সব জায়গায় তাদের উপস্থিতি আমাকে অস্বস্তিতে ফেলে।” 

   
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

তিনি আরও বলেন, “আমি এই সংস্কৃতিকে গ্রহণ করার চেষ্টা করছি, কিন্তু হঠাৎ তাদের দেখে চমকে যাই। আমি চাই না এই রকম অস্বস্তি বারবার হোক। আমার কাছে এটি খুব চাপের।” কীর্তি এও জানান, তিনি মুম্বাইয়ে থাকার সময় কী পরবেন, সেই চিন্তাতেই স্ট্রেসড হয়ে পড়েন। এমনকি একবার মুম্বাই সফর বাতিলও করেছেন শুধুমাত্র পোশাক নির্বাচনের কারণে।

কীর্তি (Keerthy Suresh) তার ব্যক্তিগত যত্ন নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, “চার বছর আগেও আমি ত্বকের যত্ন নিতাম না। সানস্ক্রিন লাগানো তো দূরের কথা, আমি লোশন ও টোনার কী জিনিস তা জানতাম না। তবে এখন ওজন কমানো এবং মেকওভারের পর ত্বক ও চুলের যত্ন নিতে শিখেছি।”

সাক্ষাৎকারে কীর্তি (Keerthy Suresh) আরও বলেন, মুম্বাইয়ের পাপারাজ্জিদের সামনে হাঁটার সময় হাই হিল পরা তার পক্ষে কষ্টকর হয়ে পড়ে। এমনকি একবার তাকে ভুল নামে ডাকার কারণে পাপারাজ্জিদের ওপর রেগেও গিয়েছিলেন তিনি। এক পাপারাজ্জি তাকে “কীর্তি দোসা” বলে ডেকে ফেলেন। উত্তরে তিনি সংশোধন করে বলেন, “আমার নাম কীর্তি সুরেশ, কীর্তি দোসা নয়।”