অবস্থার অবনতি! ভেন্টিলেশনে ‘কাকু’, বেসরকারি হাসপাতালে সিসিইউয়ে চলছে চিকিৎসা

কলকাতা: গুরুতর অসুস্থ নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু৷ সোমবার আচমকাই জেলের মধ্যে জ্ঞান হারান তিনি৷ তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয়…

Kalighat's Kaku, Sujay Krishna Bhadra, Granted Interim Bail in CBI Case

short-samachar

কলকাতা: গুরুতর অসুস্থ নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু৷ সোমবার আচমকাই জেলের মধ্যে জ্ঞান হারান তিনি৷ তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সোমবার রাত থেকে ভেন্টিলেশনে রয়েছেন তিনি৷ ‘কাকু’র চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন৷ (Sujay Krishna Bhadra Hospitalized)

   

দীর্ঘদিন ধরেই অসুস্থ ‘কাকু’ Sujay Krishna Bhadra Hospitalized

দীর্ঘদিন ধরেই হৃদ্‌রোগের সমস্যায় ভুগছিলেন সুজয়কৃষ্ণ৷ সোমবার সকালে প্রেসিডেন্সি জেলের মধ্যেই সংজ্ঞা হারান তিনি। তড়িঘড়ি তাঁকে এসএসকেএমে নিয়ে আসা হয়। তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার আবেদন জানান তাঁর আইনজীবী৷ ইডি অবশ্য এর বিরোধিতা করেনি৷ সন্ধ্যায় ‘কাকু’-কে নিয়ে আসা হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা চলছে তাঁর৷ 

চার্জ গঠন হল না Sujay Krishna Bhadra Hospitalized

জেল হেফাজতে চিকিৎসা চলছিল ‘কালীঘাটের কাকু’র। টানা জেল হাসপাতালেও অনেকদিন ভর্তি ছিলেন৷ অসুস্থতার কারণে আদালতের নির্দেশ মেনে সশরীরে হাজিরা দিতেও পারেননি। সিবিআই তাঁকে হেফাজতে নেওয়ার জন্য অনেকদিন ধরেই চেষ্টা করছিল৷ কিন্তু, ‘কাকু’ গরহাজির থাকায় সেই প্রক্রিয়াও পিছিয়ে যায়। 

কিছু দিন আগে ইডি-র মামলায় জামিন পান তিনি৷ তবে জেলমুক্তি ঘটেনি৷ কাকুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় সিবিআই৷ সেই হেফাজতের মেয়াদ শেষে ফের প্রেসিডেন্সিতেই ফিরে যান ‘কাকু’৷ চার্জ গঠনের সময়ে সশরীরেই আদালতে হাজিরা দিয়েছেন তিনি।  সোমবার বিচার ভবনে ছিল শুনানির দিন। কিন্তু, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সোমবার আর ‘কালীঘাটের কাকু’র বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি সম্ভব হল না৷ তাঁর মেডিক্যাল রিপোর্ট দেখার পরই আদালত পরবর্তী নির্দেশ দেবে৷ 

Kolkata City: Sujay Krishna Bhadra, alias Kalighat Kaku, a key accused in the recruitment scam, collapsed in jail and was rushed to the hospital. Currently on ventilation, a special medical team monitors his critical condition.