Inigo Calderon Joins Bristol Rovers: ইনিগো ক্যাল্ডেরন। বিশ্ব ফুটবলে যথেষ্ট পরিচিত এই স্প্যানিশ ফুটবলার। একটা সময় দলের দলের রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই রাইট-ব্যাক। তাঁর উপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের মধ্যে। তবে ইউরোপের পাশাপাশি একটা সময় ভারতের বুকে ও ফুটবল খেলে গিয়েছেন এই দাপুটে ফুটবলার। গত ২০১৭-২০১৮ মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব চেন্নাইয়িন এফসিতে যোগদান করেছিলেন এই দাপুটে ফুটবলার। পরবর্তীতে ফুটবলার হিসেবে অবসর নেন এই স্প্যানিশ তারকা।
Also Read | মুম্বাই সিটি এফসির প্রতিরক্ষা ভেদ করে নর্থইস্ট ইউনাইটেড এফসি জয়ী
পরবর্তীতে কোচ হিসেবে আত্মপ্রকাশ। এবার নতুন দায়িত্ব পেলেন ইনিগো ক্যাল্ডেরন। বর্তমানে ইংল্যান্ডের তৃতীয় ডিভিশনের ফুটবল ক্লাব ব্রিস্টল রোভার্সের সঙ্গে যুক্ত হয়েছেন এই স্প্যানিশ হাইপ্রোফাইল। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার যুক্তরাষ্ট্রের এই ফুটবল ক্লাবের মধ্যে দিয়েই নিজের নতুন ক্যারিয়ারের সূচনা করছেন ক্যাল্ডেরন। চেন্নাইয়িন এফসির প্রাক্তন তারকার এমন নিঃসন্দেহে খুশি করেছে আপামর ফুটবলপ্রেমীদের। উল্লেখ্য, ইংল্যান্ডের তৃতীয় ডিভিশন লিগ তথা লিগ ওয়ানের শুরুটা খুব একটা ভালো ছিলনা ব্রিস্টল রোভার্সের।
Also Read | সুখবর! হায়দরাবাদ ম্যাচেই মাঠে ফিরতে চলেছেন স্টুয়ার্ট?
বর্তমানে টুর্নামেন্টের অন্যান্য দলগুলির থেকে অনেক টাই পিছিয়ে রয়েছে এই ফুটবল ক্লাব। এবার নতুন কোচের তত্ত্বাবধানে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাঁদের। কিন্তু সেটা যে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে তা ভালো মতই জানেন ইনিগো ক্যাল্ডেরন। তাই সবদিক মাথায় রেখেই নিজের কাজ চালিয়ে যেতে চান এই স্প্যানিশ ম্যানেজার। একটা সময় অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসির হয়ে খেলেছিলেন এই তারকা ফুটবলার।
সেই মরসুমে দলকে আইএসএল চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই স্প্যানিশ তারকার। যদিও পরবর্তীতে ক্লাব ফুটবল থেকে অবসর নেন ইনিগো। এবার নতুন দায়িত্ব। ফুটবলারের পর কোচ হিসেবে ও নিজের সেরাটা দিতে মরিয়া তিনি।