নয়া আইএসএল সিজনের শুরুটা ভালো হয়নি কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। ইভান ভুকোমানোভিচের পরিবর্তে মিকেল স্ট্যাহরের হাতে দায়িত্ব দিয়ে ও আশানুরূপ ফল মেলেনি।আটকে যেতে হয় প্রথম ম্যাচে। সেই হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচ থেকে দল ঘুরে দাঁড়ালেও সেটা বেশিদিন বজায় থাকেনি। ম্যাচ যত এগিয়েছে একের পর এক ম্যাচে নাস্তানাবুদ হতে হয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাবকে। যারফলে প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। সেই নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেছে কেরালা ব্লাস্টার্সের সমর্থকরা। এই মরসুমের শুরুতে নোয়া সাদাউ থেকে শুরু করে জেসুস জেমিনেজের মতো তারকাদের যুক্ত করা হলেও এখনও ভালো পারফরম্যান্স মেলেনি।
Also Read | সুখবর! হায়দরাবাদ ম্যাচেই মাঠে ফিরতে চলেছেন স্টুয়ার্ট?
বর্তমানে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাব। আটকে যেতে হয়েছে শেষ চারটি ম্যাচে। এফসি গোয়া থেকে শুরু করে বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট সহ জামশেদপুর এফসি, তাঁদের সাথে লড়াই করলেও রক্ষা হয়নি। দলের এমন হতশ্রী পারফরম্যান্সের জেরে কয়েক সপ্তাহ আগেই কোচ বদলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে কেরালা। ছাঁটাই করা হয় সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরে সহ তাঁর গোটা সাপোর্টিং টিমকে। কিন্তু কে হবেন নতুন কোচ? সেই নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। এক্ষেত্রে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক চেনা নাম উঠে আসতে শুরু করলেও সেটা চূড়ান্ত নয়।
Also Read | “সন্তোষ ট্রফির ফাইনাল…কিছুই নয়” কেরালার বিরুদ্ধে চমক? জানালেন কোচ সঞ্জয় সেন
তবে শুধুমাত্র কোচ নয়। আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডো কাজে লাগিয়ে দলের মধ্যে একাধিক বদল আনা পরিকল্পনা রয়েছে দক্ষিণের এই ফুটবল দলের। সেক্ষেত্রে দলের আক্রমণভাগের পাশাপাশি রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে ও একাধিক ফুটবলারদের দিকে নজর রয়েছে সকলের। বিশেষ সূত্র মারফত খবর, দলের ডিফেন্স লাইনকে আরও মজবুত করতে দলের এক পুরনো ফুটবলারকে ফিরিয়ে আনতে পারে কেরালা। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে মার্কো লেসকোভিচের নাম।
Also Read | আইপিএল ২০২৫ নাইটদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করবে এই চার বিদেশি!
বলাবাহুল্য, গত ২০২১-২২ মরসুমে ক্রোয়েশিয়া ছেড়ে ভারতের এই ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছিলেন এই তারকা সেন্টার ব্যাক। পরবর্তীতে বছর দুয়েক পরেই তাঁকে রিলিজ করে দিয়েছিল ম্যানেজমেন্ট। এবার নাকি তাঁকেই ফিরিয়ে আনতে চাইছে কেরালা ব্লাস্টার্স। হিসাব অনুযায়ী আগামী ২০২৬ পর্যন্ত তাঁর সঙ্গে ক্রোয়েশিয়ার একটি দলের চুক্তি থাকলেও মনে করা হচ্ছে বাড়তি ট্রান্সফার ফি দিয়ে তাঁকে ফিরিয়ে আনতে পারে কেরালা ব্লাস্টার্স।