‘দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না’, সন্দেশখালি থেকে সতর্ক করলেন মমতা

সন্দেশখালি: সরকারি প্রকল্পের আড়ালে দুর্নীতির অভিযোগ আকছাড়৷ সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে স্থানীয় নেতানেত্রীদের টাকা আত্মসাতের অভিযোগ নতুন নয়। সন্দেশখালিতে দাঁড়িয়ে এবার এই ইস্যুতে…

mamata vows against Bangladesh over westbengal fishermen torture on Monday in Gangasagar

short-samachar

সন্দেশখালি: সরকারি প্রকল্পের আড়ালে দুর্নীতির অভিযোগ আকছাড়৷ সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে স্থানীয় নেতানেত্রীদের টাকা আত্মসাতের অভিযোগ নতুন নয়। সন্দেশখালিতে দাঁড়িয়ে এবার এই ইস্যুতে সাধারণ মানুষকে সতর্ক করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানালেন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কাউকে একটা টাকাও দিতে হবে না৷ “দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না।” (mamata warns against corruption)

   

দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না mamata warns against corruption

সোমবার সন্দেশখালিতে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে মন্তব্য না করলেও, মহিলাদের উদ্দেশে সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্প নিয়ে সকলকে সতর্ক করে দেন তিনি৷ মমতা বলেন,‘‘আপনার টাকা, আপনার অধিকার। আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না। কাউকে টাকা দেবেন না। সন্দেশখালিতে অনেক টাকার অঙ্কে খেলা হয়েছে। মানুষকে ভুল বোঝানো হয়েছিল। কিন্তু মিথ্যা বেশিদিন চলে না। সকলে মিলেমিশে থাকবেন। দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কেউ ডাকল আর চলে গেলেন, মেয়েরা দয়া করে এমনটা করবেন না।” তিনি সকলের উদ্দেশে বলেন, দুয়ারে সরকার আসছে, আপনার দরজায় আসবে। আপনি সেখানে গিয়ে কথা বলবেন, তাঁরা আপনার কাজটা দেখে দেবে।’

Mamata Banerjee

বিজেপি-সিপিএম-কে তুলোধোনা mamata warns against corruption

লোকসভা ভোটের আগে সামনে আসে সন্দেশখালিকাণ্ড৷ খুলে যায় সন্দেশখালির ‘ত্রাস’ শাহজাহান শেখের মুখোশ৷ জমি-বাড়ি দখল থেকে নারী নির্যাতন, সামনে আসে একের পর এক ঘটনা৷ তবে এই ঘটনা লোকসভা ভোটে তৃণমূলের ভোট বাক্সে কোনও প্রভাব ফেলতে পারেনি৷ ফের সন্দেশখালি থেকে জয়ী হয় তৃণমূল কংগ্রেস৷ 

এদিন সন্দেশখালির মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী৷ একহাত নেন সিপিএমকেও৷ বলেন, বিজেপির অনেক টাকা আছে, কিন্তু সেটা অন্যায়ের টাকা। ওই টাকায় হাত দেবেন না। সিপিএমকে বিঁধে বলেন, ‘‘ওটা নরকঙ্কাল, অত্যাচারীর দল। ওদের মিথ্য কথায় ভুলবেন না।’’ 

 

 West Bengal: West Bengal CM Mamata Banerjee warns against corruption in government schemes during an event in Sandeshkhali. She urges citizens not to pay bribes and assures that government services are free. Banerjee emphasizes vigilance and unity among people.