কলিযুগে’র অবসানে ফের কৃষ্ণের আবির্ভাব, ‘কল্কি ২’ তে কে হবেন অর্জুনের সারথী?

২০২৪ সালে দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম বড় হিট ছিল ‘কল্কি 2898 এডি’ (Kalki 2898 AD)। প্রভাস (Prabhas) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)অভিনীত ছবিটি বক্স অফিসে…

Mahesh Babu Tipped to Play Lord Krishna in 'Kalki 2', Director Nag Ashwin Confirms!

short-samachar

২০২৪ সালে দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম বড় হিট ছিল ‘কল্কি 2898 এডি’ (Kalki 2898 AD)। প্রভাস (Prabhas) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)অভিনীত ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করেছিল। এই সুপারহিট ছবির সিক্যুয়েল ‘কল্কি 2’ (Kalki 2)-এর দিকে সবার নজর। এর মাঝেই ছবি নিয়ে বড় খবর সামনে এসেছে । ‘কল্কি 2’-তে ভগবান কৃষ্ণের চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের সুপারস্টার অভিনেতা। সম্পর্কে পরিচালক নাগ অশ্বিন (Nag Ashwin) নিজেই এই খবর জানিয়েছেন।

   

‘কল্কি 2’ (Kalki 2) সিক্যুয়েল নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। দর্শকরা নিশ্চিতভাবে জানতে চাইছেন—‘কল্কি 2’-এ কোন তারকা কৃষ্ণের চরিত্রে অভিনয় করবেন? ছবির প্রথম অংশে ভগবান কৃষ্ণের চরিত্রটি একটি ছায়া হিসেবে দেখানো হয়েছিল। সেই চরিত্রে অভিনয় করেছিলেন কৃষ্ণকুমার বালাসুব্রমানিয়াম। এই চরিত্রটি সৃজনশীলতার দিক থেকে দর্শকদের মধ্যে অনেক বিতর্কের সৃষ্টি করেছে। যার ফলে অনেক গুঞ্জন উঠেছিল যে মহেশ বাবু (Mahesh Babu) বা নানী এই চরিত্রে অভিনয় করতে পারেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kalki 2898 – AD (@kalki2898ad)

সম্প্রতি এ প্রসঙ্গে পরিচালক নাগ অশ্বিন (Nag Ashwin) বলেন, ‘আমি কল্কি মহাবিশ্বে ভগবান কৃষ্ণের মুখ খুব স্পষ্টভাবে দেখাতে চাইনি। তবে, যদি আমি কাউকে ভগবান কৃষ্ণের চরিত্রে দেখতে চাই, তাহলে আমি মনে করি মহেশ বাবু (Mahesh Babu) সেরা অপশন।’ অশ্বিন আরও বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে মহেশ বাবু যদি কৃষ্ণের চরিত্রে অভিনয় করেন, তবে সিক্যুয়েলটি অবশ্যই একটি ব্লকবাস্টার হবে।’যদিও মহেশ বাবু কখনো পৌরাণিক চরিত্রে অভিনয় করেননি। তবুও তার ‘খালেজা’ ছবিতে তিনি একটি ঐশ্বরিক চরিত্রে অভিনয় করেছিলেন।

বর্তমানে মহেশ বাবু (Mahesh Babu) ব্যস্ত রয়েছেন এসএস রাজামৌলির পরবর্তী অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্মের প্রি-প্রোডাকশনে, যা 2025 সালে শুটিং শুরু হবে। কিন্তু নাগ অশ্বিনের মতে, মহেশ বাবু যদি কল্কি 2-এ কৃষ্ণের চরিত্রে অভিনয় করেন তাহলে এটি ভারতের সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় কাস্টিং অভ্যুত্থান হতে পারে।