বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ও জহির ইকবাল (Zaheer Iqbal) বর্তমানে অস্ট্রেলিয়ায় ছুটি কাটাচ্ছেন। এই তারকা দম্পতি তাদের ছুটির বিশেষ মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন। তাদের সাম্প্রতিক একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল (Viral Video) হয়েছে। এই ভিডিওটি দেখলে আপনিও চমকে যেতে বাধ্য।
সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ভিডিওটিতে সোনাক্ষী (Sonakshi Sinha) ও জহিরের (Zaheer Iqbal) সকালের একটি বিশেষ মুহূর্ত দেখা যায়। ভিডিওটিতে দেখা যায় যে তারা দুজনেই একটি কাচের ঘরে বিছানায় শুয়ে আছেন। হঠাৎ করেই তাদের সকালের ঘুম নষ্ট হয়ে যায়। ভিডিওটি ক্যাপচার করা হয় যখন একটি সিংহ তাদের কাচের জানালার সামনে এসে গর্জন (Lion Roar) শুরু করে। এই দৃশ্যের ভিডিওতে সোনাক্ষী অত্যন্ত ভয় পেয়ে গর্জন শোনাচ্ছেন। জহির তার ফোনে সেই মুহূর্তটি ক্যাপচার করেছেন।
View this post on Instagram
ভিডিওটি (Viral Video) শেয়ার করার সময় সোনাক্ষী (Sonakshi Sinha) ক্যাপশন হিসেবে লিখেছেন, “আজ সকাল ৬টার অ্যালার্ম!” এটি দেখার পর নেটিজেনরা একযোগে শিউরে উঠেছেন । ভিডিওটি তেমনি দর্শকরা এটিকে পছন্দও করছেন।
প্রসঙ্গত, এর আগেও সোনাক্ষী (Sonakshi Sinha) ও জহির (Zaheer Iqbal) একটি ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে তারা একটি সিংহ এবং সিংহীর কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন। সেই ভিডিওটিতে বিলি আইচনার এর গাওয়া বিখ্যাত গান ‘দ্য লায়ন স্লিপস টুনাইট’ শোনা যায়। সোনাক্ষী ক্যাপশন হিসেবে লিখেছিলেন, “এই দুজনের সঙ্গে।” এটি দেখে নেটিজেনরা বেশ মজা পেয়েছিলেন।
উল্লেখ্য, সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ও জহির ইকবাল (Zaheer Iqbal) বিয়ে করেছেন গত জুন ২০২৪ সালে। নিজের পরিবার এবং ঘনিষ্ঠ বনিধুদের উপস্থিতে গাঁটছড়া বাঁধেন। তবে বিয়ের পর কিছু ট্রোলিংয়ের সম্মুখীনও হয়েছেন সোনাক্ষী। সম্প্রতি সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা তার মেয়ের বিয়ে নিয়ে কিছু মন্তব্য সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচনার সৃষ্টি করে।