কলকাতা: অপেক্ষার অবসান৷ বর্ষশেষে ফিরছে শীত৷ বাড়বে উত্তুরে হাওয়ার দাপট৷ এক ধাক্কায় পারদ নামবে ৩-৪ ডিগ্রি৷ তেমনই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস৷ শীতের চাদর গায়ে জড়িয়েই নতুন বছরকে স্বাগত জানাবে বঙ্গবাসী৷ শীতের আমেজ নিয়েই হবে বর্ষবরণ৷ তবে শীত আসার সঙ্গে সঙ্গে বাড়বে কুয়াশার দাপটও৷ বাংলার একাধিক জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। (winter returns kolkata)
কলকাতায় পারদ পতন winter returns kolkata
যদিও এখনও সে ভাবে শীতের আমেজ অনুভূত হয়নি৷ রবিবার কলকাতায় রাতের তাপমাত্রা নেমেছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসে৷ আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে৷ আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই৷ তবে, মঙ্গলবার থেকে লাফিয়ে পারদ নামবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস৷ বছরের শেষে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা রয়েছে বলেই ইঙ্গিত৷
বৃষ্টির সম্ভাবনা নেই winter returns kolkata
আপাতত দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ রাজ্যের প্রায় সব জেলাই শুকনো থাকবে। তবে, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও৷ পাশাপাশি দার্জিলিঙের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে৷ বাকি জেলাগুলিতে শীতের আমেজ অটুট থাকবে। যাঁরা রাগ করে শীতের জামা আলমারিতে তুলে রেখেছেন, তাঁদের ফের গরম জামা বার করতে হবে৷ তেমনটাই জনাচ্ছে হাওয়া অফিস৷
উত্তরেও পারদ পতন winter returns kolkata
আগামী কয়েক দিনে দ্রুত আবহাওয়া পাল্টাবে উত্তর ভারতেও৷ ৩-৪ ডিগ্রি তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন৷ দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে শৈত্যপ্রবাহের পূর্বাভাসও দেওয়া হয়েছে৷ ঘন কুয়াশায় ঢাকা পড়বে দিল্লি-সহ সংলগ্ন এলাকা। নতুন বছরেও পরিস্থিতির বিশেষ হেরফের হবে না৷ এদিকে, পূর্ব ভারতেও ৩-৪ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ মধ্য ভারতেও শীত অনুভূত হবে৷
West Bengal: Winter returns to Kolkata as temperatures drop by 3-4 degrees. Minimum temperature in Kolkata reached 16.6°C on Sunday, with further drops expected. Dense morning fog likely in several districts as Bengal gears up to welcome the New Year.