নয়াদিল্লি: আজ, শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর শেষকৃত্য সম্পন্ন হবে৷ সকাল পৌনে ১২টা নাগাদ দিল্লির লালকেল্লার পিছনে নিগমবোধ ঘাটে পঞ্চভূতে বিলীন হবে তাঁর নস্বর দেহ৷ (Manmohan Singh’s final journey begins)
শেষ শ্রদ্ধা Manmohan Singh’s final journey begins
শনিবার সকাল ৮টায় মনমোহনের মরদেহ নিয়ে যাওয়া হয় কংগ্রেসের সদর দফতরে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান কংগ্রেসের কর্মী-সমর্থকরা৷ সকাল সাড়ে ৯টায় কংগ্রেসের সদর দফতর থেকে শুরু হল শেষযাত্রা। রয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়া, মাল্লিকার্জুন খাড়্গে, কেসি ভেনুগোপাল-সহ কংগ্রেসের অন্যান্য নেতা-নেত্রীরা৷
নিগমবোধ ঘাটে শেষকৃত্য Manmohan Singh’s final journey begins
রাজঘাটে তাঁর শেষকৃত্যের অনুমতি মেলেনি৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে নিগমবোধ ঘাটে৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব৷ কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি শিরোমণি অকালি দলের নেতা সুখবীর সিং বাদলও৷ তিনি বলেছেন, ‘‘এটা বিস্ময়কর এবং অবিশ্বাস্য! সেই সঙ্গে অত্যন্ত নিন্দনীয় যে কেন্দ্র রাজঘাটে মনমোহন সিং-এর শেষকৃত্য সম্পন্ন করার অনুমতি দেয়নি।’’
#WATCH | Delhi | Mortal remains of former Prime Minister #DrManmohanSingh being taken to AICC headquarters.
The mortal remains will be kept there for the party workers to pay their last respects. pic.twitter.com/TloxL0rAcW
— ANI (@ANI) December 28, 2024
বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের দু’বারের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘডি দিল্লি এইমসের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। কিন্তু তিনি চিকিৎসকদের আর সময় দেননি৷ সেখানেই তাঁর মৃত্যু হয় নবতিপর অর্থনীতিবিদের৷
Bharat: Former PM Manmohan Singh’s state funeral will be held at Nigambodh Ghat in Delhi on Saturday at 11:45 AM. Congress leaders, including Rahul and Priyanka Gandhi, will attend. The Home Ministry’s decision to deny Rajghat has sparked controversy.