কবে শহরে আসবেন ক্রেসপো? বিকল্প হিসেবে নজরে এই বিদেশি

গত ফুটবল মরসুম থেকেই ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে খেলে আসছেন সাউল ক্রেসপো। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল দলের মাঝমাঠকে। তাছাড়া সেবার কলিঙ্গ…

East Bengal FC Footballer PV Vishnu selected as Player of the Month in ISL

গত ফুটবল মরসুম থেকেই ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে খেলে আসছেন সাউল ক্রেসপো। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল দলের মাঝমাঠকে। তাছাড়া সেবার কলিঙ্গ সুপারকাপ জয়ের ক্ষেত্রে ও যথেষ্ট অবদান রেখেছিলেন এই স্প্যানিশ ফুটবলার। তাই সবদিক মাথায় রেখেই ক্রেসপোর সঙ্গে চুক্তি বাড়িয়েছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। তবে সময়ের সাথে সাথেই বদলেছে পরিস্থিতি। কার্লেস কুয়াদ্রাতের পরিবর্তে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় অস্কার ব্রুজনের হাতে।

এই নয়া কোচের হাত ধরেই ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড। এএফসি চ্যালেঞ্জ লিগের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগেও দাপটের সাথে খেলছে ময়দানের এই প্রধান। কিন্তু জয়ের দেখা মিললে ও চোট আঘাতের সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের। বর্তমানে চোটের কবলে রয়েছেন দলের একাধিক দেশি ও বিদেশি ফুটবলার। তাঁর মধ্যে দিয়েই দলকে ছন্দে ফেরাতে তৎপর অস্কার ব্রুজন। বলাবাহুল্য, গত চেন্নাইয়িন ম্যাচ খেলতে গিয়েই চোটের কবলে পড়তে হয়েছিল সাউল ক্রেসপোকে।

   

Footballer Saúl Crespo

প্রথমদিকে তেমন কিছু বোঝা না গেলেও সময় এগোনোর সাথে সাথেই বোঝা যায় চোটের গভীরতা। যারফলে সব ঠিকঠাক থাকলে আগামী মাসের মাঝামাঝি সময় দলের সঙ্গে মাঠে দেখা যেতে পারে এই স্প্যানিশ ফুটবলার। যারফলে আসন্ন মোহনবাগান ম্যাচে ও তাঁকে মাঠে পাবে না লাল-হলুদ ব্রিগেড। এক্ষেত্রে ক্রেসপোর মেডিকেল রিপোর্টের দিকে ও নজর রয়েছে মশাল ব্রিগেডের। সব ঠিকঠাক থাকলে আগামী ২৮শে ডিসেম্বর চলে আসবে তাঁর বর্তমান পরিস্থিতির রিপোর্ট। তারপর আগামী ২রা জানুয়ারি কলকাতায় চলে আসবেন সাউল ক্রেসপো।

এই তারকা ফুটবলারের ফিটনেস দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বিকল্প ফুটবলার হিসেবে উজবেক মিডফিল্ডার আসরর গাফুরভের দিকে নজর রয়েছে লাল-হলুদের। কিন্তু আদৌ তাঁকে চূড়ান্ত করা হবে কিনা এখন সেটাই দেখার। বলাবাহুল্য, গত কয়েক সপ্তাহ ধরেই এই তারকা ফুটবলারের দিকে নজর রয়েছে ইস্টবেঙ্গলের। কথাবার্তা ও এগিয়ে গিয়েছে অনেকটাদূর। তাই অবস্থা বুঝেই ব্যবস্থা নেবে ম্যানেজমেন্ট।