কলকাতা: ঝুপ করে অনেকটা নেমে গেল রাতের তাপমাত্রা৷ এক ধাক্কায় তিন ডিগ্রি পারদ পতন শহর কলকাতায়৷ তাপমাত্রায় খানিক বদল এলেও পৌষের হিমেল হাওয়া এখনও উধাও৷ বছর শেষে অবশ্য খানিকটা শীত মালুম হতে পারে৷ তবে এখনই জাঁকিয়ে শীত পরার সম্ভাবনা নেই৷ উল্টে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ (Kolkata temperature drop)
কমল রাতের তাপমাত্রা Kolkata temperature drop
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এক লাফে তিন ডিগ্রি কমে রাতের তাপমাত্রা পৌঁছেছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা এখনও স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি। অন্যদিকে, দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। বৃহস্পতিবার দিনের বেলা তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস৷ এটিও স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।
রাজ্যের ছয় জেলায় বৃষ্টি Kolkata temperature drop
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আগামী দু’দিনে রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরের দু’দিনে ফের দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। এই উত্থান-পতনের পর নিম্নমুখী হবে পারদ৷ স্বমহিমায় ফিরবে শীত৷ আপাতত বেশ কিছু জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে৷ দক্ষিণবঙ্গের তিন জেলা ও উত্তরবঙ্গের তিন জেলা ছাড়া রাজ্যের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই৷ আগামীকাল রাজ্যের ছয় জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বভাস আলিপুর হাওয়া অফিসের৷
দার্জিলিং-এ তুষারপাত Kolkata temperature drop
আগামীকাল, অর্থাৎ ২৮ ডিসেম্বর পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে৷ ঝিরঝিরে বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙেও৷ দার্জিলিং-এ তুষারপাতের সম্ভাবনাও রয়েছে৷
শীতের আমেজ ভেস্তে দিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ৷ যার জেরেই ভরা পৌষে বৃষ্টি নেমেছে৷ তবে হাওয়া অফিস বলছে, শুক্রবারের মধ্যেই শক্তি হারাবে নিম্নচাপ। ফলে ফের তাপমাত্রা কমবে৷ জাঁকিয়ে বসবে শীত৷
West Bengal: Kolkata experiences a sudden temperature drop, with a three-degree fall overnight. Despite the change, winter chill remains elusive. Rain is forecasted for several districts, with Thursday’s minimum temperature at 16.5°C and maximum at 26.6°C.