নয়াদিল্লি: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সিং-এর প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ বাতিল করে দেওয়া হয়েছে শুক্রবারের সমস্ত সরকারি অনুষ্ঠান৷ শুক্রবার সকাল ১১টায় ক্যাবিনেটের বৈঠক৷ এর পরেই আনুষ্ঠানিক ভাবে জাতীয় শোক ঘোষণা করা হবে৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব জি পার্থসারথি দেশের সকল মুখ্যসচিব এবং অন্যান্য উচ্চপদস্থ আমলাদের এই মর্মে চিঠিও পাঠিয়েছেন। ওই চিঠিতে বলা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্মানার্থে বৃস্পতিবার অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে বুধবার পয়লা জানুয়ারি পর্যন্ত দেশে ‘জাতীয় শোক’ পালন করা হবে৷ অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা৷ শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে মনমোহন সিং-এর। (manmohan singhs last rites)
দলীয় কর্মসূচি বাতিল manmohan singhs last rites
এদিকে, মনমোহন সিং-এর মৃত্যু সংবাদ আসা মাত্রই দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন-সহ আগামী সাতদিনের সমস্ত কর্মসূচি বাতিল করেছে কংগ্রেস। আগামী সাত দিন অর্ধনমিত রাখা হবে দলের পতাকা। কর্নাটকের বেলাগাভিতে কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠক শুরু হয়েছিল গতকাল থেকে৷ দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সাংসদ রাহুল গান্ধী ছিলেন সেখানেই৷ বৈঠক চলার মাঝেই আসে মৃত্যু সংবাদ৷
কর্ণাটক থেকে ফিরছেন রাহুলরা manmohan singhs last rites
যে সময় মনমোহনের প্রয়াণ সংবাদ প্রকাশ্যে আসে, সেই সময় দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সাংসদ রাহুল গান্ধী কর্নাটকের বেলাগাভিতে ছিলেন। তাঁরা কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠকে ছিলেন। খবর পেয়েই তড়িঘড়ি তাঁরা দিল্লিতে ফেরার সিদ্ধান্ত নেন৷
বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নবতিপর অর্থনীতিবিদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী৷ মনমোহনের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শ্রদ্ধা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী-সহ বিশিষ্ট রাজনীতিবিদেরা৷
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য manmohan singhs last rites
বৃহস্পতিবার রাতেই কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানিয়ে দিয়েছেন, শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহ সিং-এর শেষকৃত্য সম্পন্ন হবে। শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ শুক্রবার মতিলাল নেহরু মার্গের বাসভবনে শায়িত রাখা হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সাধারণ মানুষও তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন৷
Bharat: The central government declares seven days of national mourning for former Prime Minister Singh. The national flag will be flown at half-mast, and all official events on Friday are canceled. His state funeral will be held with full honors today.