আলবার্তোর জোড়া গোল, জয় দিয়েই বছর শেষ করল মোহনবাগান

গোয়া ম্যাচের ধাক্কা ভুলে ছন্দে ফিরল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছিল কলকাতা…

Alberto Rodriguez's Brace Secures Victory for Mohun Bagan

গোয়া ম্যাচের ধাক্কা ভুলে ছন্দে ফিরল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। সম্পূর্ণ সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে নেয় সবুজ-মেরুন। এদিন দলের হয়ে জোড়া গোল করেন আলবার্তো রদ্রিগেজ পাশাপাশি গোল পান জেমি ম্যাকলারেন। অপরদিকে পাঞ্জাব দলের হয়ে গোল করেন রিকি সাবং। এই জয় সুবাদে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে থাকল মোহনবাগান।

ঘরের মাঠে ম্যাচ থাকায় এদিন প্রথম থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিল পাঞ্জাব এফসি। আজমির সুলজিক থেকে শুরু করে লুকা মাজসেন হোক কিংবা ফুলগা ভিদাল। প্রথম থেকেই তাঁরা চাপে রেখেছিল প্রতিপক্ষ দলকে। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও সেগুলি কাজে লাগাতে পারেননি পাঞ্জাব ফুটবলাররা। তবে প্রথম কোয়ার্টারের শেষের দিকে উইং থেকে বাগান রক্ষণে হানা দেন পাঞ্জাব এফসির তরুণ ফুটবলার রিকি সাবং। তাঁকে আটকাতে ব্যর্থ থাকেন আশিস রাই থেকে শুরু করে টম অলড্রেডরা।

   

সেখান থেকেই চলে আসে গোল। যারফলে ব্যাপক চাপে পড়ে যায় মোহনবাগান। পাল্টা আক্রমণ শানিয়ে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের দক্ষ ডিফেন্স পরিস্থিতির সামাল দেয়। প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে পাঞ্জাব এফসি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে থাকে মোহনবাগান। যার ফল ও মেলে হাতেনাতে। ৪৮ মিনিটের মাথায় আলবার্তো রদ্রিগেজের গোলে সমতায় ফেরে বাগান শিবির। সময় যত এগোয় নিজেদের পুরনো ছন্দে ফিরতে থাকে মোহনবাগান। এসবের মাঝেই নাচের পঞ্চম কোয়ার্টারের মাঝামাঝি সময় পেনাল্টি পায় বাগান শিবির।

সেখান থেকেই জেমি ম্যাকলারেনের গোল। এই ধাক্কা সামলে ওঠার আগেই প্রতিপক্ষের জালে ফের বল জড়িয়ে যান বাগানের স্প্যানিশ তারকা আলবার্তো রদ্রিগেজ। তারপর পাঞ্জাব ফুটবলাররা বেশ কয়েকবার আক্রমণে উঠে আসলেও গোল তুলে নিতে পারেননি। তাই জয় দিয়েই বছর শেষ করল মেরিনার্সরা।