নির্বাচনে আবহে বড় স্বস্তি পেলেন মন্ত্রী বেচারাম মান্না। বুধবার সিঙ্গুর মামলায় মন্ত্রী বেচারাম মান্না -সহ ৩১ জনকে বেকসুর খালাস করল বিধাননগর এম পি এমএলএ আদালত। মোট ৬৮টি মামলা থেকে মুক্তি মিলল তাঁদের।
মামলার বায়না অনুযায়ী ২০০৬ সালে সিঙ্গুরে টাটা গোষ্ঠীর গাড়ির কারখানা তৈরির জন্য জমি অধিগ্রহণ শুরু করেছিল তৎকালীন বাম সরকার। তার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলন বৃহত্তর আকার নেয়। তাতে শামিল হয়েছিলেন বেচারাম মান্না-সহ অনেকে। আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া-সহ একাধিক অভিযোগে দায়ের হয়েছিল মামলা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি বেচারাম মান্না জানান, ‘আমাদের বিরুদ্ধে মোট ৬৮টি মামলা ছিল। সবই থেকেই মুক্তি মিলেছে। সিঙ্গুরে আন্দোলনের সময়ে আমাদের একটা বড় অংশকে অভিযুক্ত করা হয়েছিল। তারা সবাই আজ এসেছিলাম। আমরা যে নির্দোষ তা প্রমাণিত হল। জমি অধিগ্রহণ ন্যায়সঙ্গত হয়নি তাও প্রমাণিত হল। কেবলমাত্র একটি মামলাই আর রয়ে গিয়েছে। তাতে যাঁরা অভিযুক্ত রয়ে গিয়েছেন, আশা করব তাঁরাও দ্রুত বিচার পাবেন।’