WWE: দ্য রকের মতে এই তারকাই জিততে পারেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ

রকি মায়াভিয়া থেকে দ্য রক (The Rock)। রেসলিং রিং থেকে হলিউড। তিনি জানালেন কে হতে পারে আগামী দিনের WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।  Advertisements রকে সামাজিক মাধ্যমে…

WWE: দ্য রকের মতে এই তারকাই জিততে পারেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ

রকি মায়াভিয়া থেকে দ্য রক (The Rock)। রেসলিং রিং থেকে হলিউড। তিনি জানালেন কে হতে পারে আগামী দিনের WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। 

Advertisements

রকে সামাজিক মাধ্যমে উল্লেখ করছে WWE তারকা মান্তেজ ফোর্ডের নাম। মন্তেজ অল্প সময়ে নিজের সকলের পরিচয় দিয়েছেন। রেসলিং ভক্তদের মধ্যে স্ট্রিট প্রফিট এখন বেশ জনপ্রিয় ট্যাগ টিম। মান্তেজ সেই টিমের সদস্য। রকের বিশ্বাস, আগামী দিনে মান্তেজ নিশ্চই জিতবেন WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বেল্ট। 

   

এক সাক্ষাৎকারে রকের সম্পর্কে বলেছিলেন মান্তেজ। ছেলেবেলায় তিনি কীভাবে রকের ভক্ত হয়ে পড়েছিলেন সেই গল্প শেয়ার করেছেন দর্শকদের সঙ্গে। 

Advertisements

‘(রকের) স্টাইল, ড্রেস, সবকিছু… ম্যান, এক কথায় ইলেকট্রিফায়িং। উনি যা কিছু বলেন, যা কিছু করেন সবই যেন চেয়ে দেখাবার মতো। রিংয়ের বাইরেও মানুষ হিসেবে অসম্ভব ভাল একজন। ম্যান, আমার কাছে রক অনুপ্রেরণা। ব্যাক্তিগত জীবনে অনকে স্ট্রাগল করেছি, আমার পরিবার খারাপ সময়ের মধ্যে দিয় গিয়েছে… কিন্তু রক আমার কাছে একজন অন্য মাত্রার মানুষ।’