কলকাতা: বড়দিনে ঘটে গিয়েছে বড় বিপত্তি৷ শতাধিক যাত্রী নিয়ে মাঝ আকাশে ভেঙে পড়ে কাজাখাস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের ইআরজে-১৯০ বিমান৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (plane crash captures horror moments)
পাখির সঙ্গে ধাক্কা plane crash captures horror moments
বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, মাঝ আকাশে একঝাঁক পাখির সঙ্গে ধাক্কা লাগার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি। আজারবাইজান এয়ারলাইন্সের তরফেও প্রাথমিক ভাবে দুর্ঘটনার কারণ হিসাবে পাখির সঙ্গে ধাক্কা লাগার কথাই উল্লে করা হয়েছে। পরে অবশ্য বিমান সংস্থার তরফে জানানো হয়, এই মুহূর্তেতারা দুর্ঘটনার কারণ নিয়ে কিছু জানাবে না।
বিপদের ইঙ্গিত পেয়েই বিমানে সওয়ার এক যাত্রী শেষ মুহূর্তের একটি ভিডিয়ো করেন৷ সেই সময় বিমানটি দ্রুত গতিতে নীচে নামতে শুরু করেছে৷ দুর্ঘটনার পরের মুহূর্তও ধরে পড়েছে ভিডিয়োয়৷ প্রায় দেড় মিনিটের ওই ভিডিয়ো দেখা যাচ্ছে, আতঙ্কে যাত্রীরা ইশ্বরের কাছে প্রার্থনা করছেন। প্রবল ঝাঁকুনিতে তখন অনেকেই আসন থেকে ছিটকে পড়েছেন৷ আবার রুশ সংবাদমাধ্যম ‘আরটি’-র একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, কয়েক জন যাত্রীর মাথা ফেটে গিয়ে রক্ত ঝরছে। কেউ কেউ আবার বিমান থেকে বেরিয়ে আসার জন্য চিৎকার করছেন। যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি কলকাতা ২৪X৭৷
The final moments of the Azerbaijan Airlines plane before its crash in Kazakhstan were captured by a passenger onboard.
Aftermath also included in the footage. pic.twitter.com/nCRozjdoUY
— Clash Report (@clashreport) December 25, 2024
আর কী দেখা গেল plane crash captures horror moments
ভিডিয়োটিতে আরও দেখা গিয়েছে, সিটের উপর হলুদ অক্সিজেন মাস্ক ঝুলছে৷ আতঙ্কিত যাত্রীরা ক্রমাগত আর্থনাদ করে চলেছেন৷ অন্যদিকে, সকলকে ‘সিটবেল্ট’ পরার জন্য অনুরোধ জানানো হচ্ছে৷
‘আরটি’-র শেয়ার করা আরও নতুন ভিডিয়োতে দেখা গিয়েছে, ভেঙে পড়া বিমানের ছাদের প্যানেল এবং এয়ার ব্লোয়ার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। কিছু যাত্রী আহত অবস্থায় মেঝেতে পড়ে আছেন এবং সাহায্যের জন্য চিৎকার করছেন, তাঁদের মধ্যে একজনের মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। এছাড়াও, এক জীবিত যাত্রী একটি হলুদ লাইফ জ্যাকেট দেখান, যা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে৷
কখন দুর্ঘটনা plane crash captures horror moments
বুধবার স্থানীয় সময় ভোর ৩টে ৫৫ মিনিটে কাজাকিস্তানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার রাজধানী গ্রোজনির উদ্দেশে রওনা দিয়েছিল আজারবাইজান এয়ারলাইন্সের এই অভিশপ্ত বিমানটি৷ মাঝ আকাশে পাইলট জানতে পারেন, গ্রজনিতে ঘন কুয়াশা রয়েছে। ফলে অবতরণে সমস্যা হতে পারে। এর পর কাজাখাস্তানের আকতুতে জরুরি অবতরণের অনুমচতি চান তিনি। কিন্তু অবতরণের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিমানের নিয়ন্ত্রণ হারান পাইলট।
World: an Azerbaijan Airlines ERJ-190 plane crashed in Kazakhstan, killing at least 38 passengers. The crash, caused by a possible bird strike, resulted in chaos and panic among passengers. Investigation into the cause is ongoing.