কলকাতা: বর্ষ বিদায়ের পথেও দেখা নেই শীতের৷ বরং একরাশ উষ্ণতা গায়ে মেখেই নতুন বছরে পা রাখবে শহরবাসী৷ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলা থেকেই গায়েব শীত৷ তাই, মন খারাপ শীত প্রেমীদের৷ (South Bengal winter update)
রাতের তাপমাত্রায় বদল নেই South Bengal winter update
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী চার দিন রাজ্যেজুড়ে রাতের তাপমাত্রায় খুব বেশি বদলের সম্ভাবনা নেই৷ অর্থাৎ এই বছর আর শীতের অপেক্ষা না করাই ভালো৷ একে কোমায় ধুকছে শীত, তার উপর আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর৷ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে৷
উষ্ণতম বড়দিন South Bengal winter update
পৌষের মিঠে রোদের আনন্দ উপভোগ করার সময় মুখ গোমরা আকাশের৷ গত ১০ বছরে উষ্ণতম বড়দিন পালন করেছে বঙ্গবাসী। আকাশ ছিল মেঘলা৷ ডিসেম্বরের শেষলগ্নে এই মেঘলা আকাশ আর হালকা বৃষ্টির নেপথ্যে ভিলেন কিন্তু সেই পশ্চিমি ঝঞ্ঝা। আর বৃষ্টি যে এখনই পিছু ছাড়ছে না, তা স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস৷ আগামী শনিবার ও রবিবার পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের৷ কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে৷ তবে খুব হালকা বৃষ্টি হবে৷ ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ কিন্তু, তাই বা কার ভালো লাগে?
বৃষ্টি হবে উত্তরেও South Bengal winter update
বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পাহাড়েও৷ সপ্তাহান্তে হালকা বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে৷ সেই সঙ্গে দার্জিলিং-এর তুষারপাতও হবে৷
যত গন্ডোগোলের নেপথ্যে পশ্চিমী ঝঞ্ঝা৷ উত্তর-পশ্চিম ভারতে নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে, সেটি সোমবার রাজ্যে প্রবেশ করেছে। শুক্রবার উত্তর পশ্চিম ভারতে আরও একটি ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে৷ ঝঞ্ঝার দাপটেই একেবারে ব্যাকফুটে শীত।