এবার মণিপুর সীমান্তে পা বাড়াল আরাকান সেনা! উদ্বেগে দিল্লি

কলকাতা: বাংলাদেশ- মায়ানমার সীমান্তে অবস্থিত টেকনাফ জেলার একটা অংশ ইতিমধ্যই দখল নিয়েছে আরাকান আর্মি। যা নিয়ে বেশ চিন্তায় বাংলাদেশ৷ এবার ভারতেরও উদ্বেগ বাড়িয়ে মণিপুর ঘেঁষা…

Arakan Army seizes Chin State

কলকাতা: বাংলাদেশ- মায়ানমার সীমান্তে অবস্থিত টেকনাফ জেলার একটা অংশ ইতিমধ্যই দখল নিয়েছে আরাকান আর্মি। যা নিয়ে বেশ চিন্তায় বাংলাদেশ৷ এবার ভারতেরও উদ্বেগ বাড়িয়ে মণিপুর ঘেঁষা চিন প্রদেশের দখল নিল মায়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠী। যা মণিপুরের হয়ে ভারতে অনুপ্রবেশের আশঙ্কা বাড়িয়ে তুলেছে৷ (Arakan Army seizes Chin State)

চিন প্রদেশের দখল Arakan Army seizes Chin State

মায়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানাচ্ছে, সে দেশের চিন প্রদেশের দখল নিয়েছে আরাকান সেনা৷ প্রায় ৮৫ শতাংশই তাদের দখলে চলে গিয়েছে। এই অঞ্চলে মূলত কুকি জনগোষ্ঠীর বসবাস। যারা কুকি-চিন নামে পরিচিত। শুধু তাই নয়, মায়ানমারের বাণিজ্য রাজধানী ইয়ঙ্গনের অদূরে থান্ডওয়ে নৌঘাঁটিরও দখল নিয়েছে বিদ্রোহী জোটের বৃহত্তম শরিক আরাকান আর্মি৷ মাস কয়েক আগে সামরিক জুন্টা সরকারের বাহিনীকে নাস্তানুবুদ করে তাইল্যান্ড এবং চিনের সীমান্তবর্তী এলাকার বিস্তীর্ণ অংশের উপর নিয়ন্ত্রণ নিয়েছিল বিদ্রোহী জোট।

   

কুকি-মেতেই সংঘর্ষ Army seizes Chin State

মণিপুরে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছে। কুকি-মেতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের আগুন জ্বলছে। সেই অশান্তির আগুন নেভার আগেই মণিপুর সীমান্ত লাগোয়া মায়ানমারের চিন প্রদেশ দখল নিল আরাকান আর্মি৷ যা নিশ্চিত ভাবেই ভারতের কাছে উদ্বেগের৷ 

গত ৯ ডিসেম্বর বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মায়ানমারের রাখাইন প্রদেশ দখল করে আরাকান বাহিনী। যা বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল৷ অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আরাকান সেনার সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও, তাদের তরফে কোনও উত্তর মেলেনি।

জুন্টার শাসনের বিরুদ্ধে বিদ্রোহ Arakan Army seizes Chin State

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থান ঘটায় মায়ানমার সেনা৷ গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী আন সান সু চির দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’র নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে সে দেশে চালু হয় সামরিক জুন্টার শাসন৷ তবে থেকেই তাদের নিয়ন্ত্রণে রয়েছে মায়ানমার। এবার আরাকান আর্মি জুন্টা বাহিনীর বিরুদ্ধেই সামরিক অভ্য়ুত্থানে নেমেছে। ২০২৩ থেকেই শুরু হয়েছে এই বিদ্রহ৷ ‘তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি’ (টিএনএলএ), ‘আরাকান আর্মি’ (এএ) এবং ‘মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি’ (এমএনডিএএ)-র জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়্যান্স’ সামরিক জুন্টা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে।

Bharat: The Arakan Army captures parts of Chin State near Manipur, raising concerns in India and Bangladesh. The rebel group previously seized Teknaf in Bangladesh-Myanmar border. Increased fears of cross-border infiltration into Manipur.