জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp) তার ব্যবহারকারীদের জন্য নিয়মিত নতুন ফিচার নিয়ে আসে। অভিজ্ঞতা আরও উন্নত করার উদ্দেশ্যেই এমনটা করে থাকে। এবার মেটা’র (Meta) মালিকানাধীন সংস্থা ‘স্ক্যান ডকুমেন্ট’ নামে একটি নতুন ফিচার চালু করেছে। যা ব্যবহারকারীদের সরাসরি ফোনের ক্যামেরা দিয়ে ডকুমেন্ট স্ক্যান করে পাঠানোর সুবিধা দেবে। যারা প্রায়ই বিভিন্ন নথি স্ক্যান করে পাঠান, তাদের জন্য এই ফিচার অত্যন্ত কার্যকর হতে চলেছে।
রিলায়েন্স জিও চার মাসে হারিয়েছে ১.৬৫ কোটিরও বেশি গ্রাহক
WhatsApp নিয়ে এল নতুন ফিচার
‘স্ক্যান ডকুমেন্ট’ ফিচার হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর ডকুমেন্ট শেয়ারিং মেনুতে যুক্ত হয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফিজিক্যাল ডকুমেন্টগুলো সরাসরি স্ক্যান করে তাৎক্ষণিকভাবে পাঠাতে পারবেন। আগে ব্যবহারকারীদের ডকুমেন্টের ছবি তুলে তা পাঠাতে হতো, যা সময়সাপেক্ষ ছিল এবং অনেক সময় ছবির গুণগত মান ভালো থাকত না। নতুন এই ফিচারের সাহায্যে স্ক্যান করা ডকুমেন্ট পাঠানো আরও সহজ এবং দ্রুত হবে। ফলে সময় বাঁচবে এবং ডকুমেন্টের গুণগত মানও ভালো থাকবে।
নতুন এই ফিচার ব্যবহার করা খুবই সহজ। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে যে চ্যাট বা গ্রুপে ডকুমেন্ট পাঠাতে চান তা নির্বাচন করতে হবে। এরপর অ্যাটাচমেন্ট আইকন (পেপারক্লিপ) এ ক্লিক করতে হবে। সেখানে ‘ডকুমেন্ট’ অপশনটি দেখতে পাবেন এবং সেটিতে ক্লিক করলেই ‘স্ক্যান’ অপশনটি দেখা যাবে। স্ক্যান অপশনে ক্লিক করার পর ফোনের ক্যামেরা খুলে যাবে এবং সেখানে ডকুমেন্টটি ক্যামেরার মাধ্যমে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর, ব্যবহারকারীরা স্ক্যানটি পর্যালোচনা করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী ডকুমেন্টের প্রান্ত ঠিক করে নিতে পারবেন। যখন স্ক্যান সঠিক মনে হবে, তখন ‘কনফার্ম’ অপশনে ক্লিক করে সেটি চ্যাটে পাঠানো যাবে।
আপনার Aadhaar Card কেউ ব্যবহার করছে কিনা কীভাবে জানবেন? দেখুন লক করার পদ্ধতি
এই নতুন ফিচারের মাধ্যমে আর ডকুমেন্টের ছবি তুলে তা ক্রপ করার ঝামেলা নেই। এখন সরাসরি ডকুমেন্ট স্ক্যান করে পাঠানো যাবে, যা আরও পেশাদার এবং স্পষ্ট হবে। স্ক্যান করা ডকুমেন্টের গুণগত মান ছবির তুলনায় অনেক উন্নত, ফলে নথির পাঠানো আরও নির্ভুল হবে।
হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর এই নতুন ফিচার ব্যবহারকারীদের কাজ সহজ করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সময় সাশ্রয় করবে। অফিসিয়াল নথি, ব্যক্তিগত ডকুমেন্ট বা জরুরি পেপার পাঠানোর ক্ষেত্রে এই ফিচার অত্যন্ত উপযোগী হবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এটি এক বড় সুবিধা যা মেসেজিং প্ল্যাটফর্মটিকে আরও কার্যকর করে তুলবে।