সিদ্ধার্থের কোলে জাহ্নবী, ছবি দেখে ফ্যানেদের উত্তেজনা!

সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) ভক্তদের জন্য বড় খবর এসেছে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth…

New Romance Alert: Sidharth Malhotra and Janhvi Kapoor to Star in 'Param Sundari', Releasing July 2025

সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) ভক্তদের জন্য বড় খবর এসেছে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) জাহ্নবী কাপুরকে (Janhvi Kapoor) কোলে নিয়ে যাচ্ছেন। যা ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। এখন প্রশ্ন হল, সিদ্ধার্থের কোলে জাহ্নবী কী করছেন? ভক্তরাও জানতে চান কিয়ারা আদভানি এটা দেখে কী বলবেন। কিন্তু শিখর পাহাড়িয়াকে ছেড়ে সিদ্ধার্থের (Sidharth Malhotra) কোলে কী করছেন জাহ্নবী? এর পিছনে একটি বড় কারণ রয়েছে। সেই কারণ হল তাদের আসন্ন ছবি ‘পরম সুন্দরী’(Param Sundari)।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Maddock Films (@maddockfilms)

   

এই ছবির হাত ধরে প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সিদ্ধার্থ-জাহ্নবী। আজ এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মুক্তি পেয়েছে ছবির পোস্টার। সেই সঙ্গে ‘পরম সুন্দরী'(Param Sundari)-এর মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। ছবিটির পরিচালনা করছেন তুষার জালোটা। ছবির কাহিনী একেবারে নতুন ধরনের প্রেমের গল্প নিয়ে। আগামী বছরের জুলাইয়ে মুক্তি পাবে ‘পরম সুন্দরী’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Maddock Films (@maddockfilms)

ছবির গল্পে সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) অভিনয় করছেন উত্তর ভারতের ছেলে পরম চরিত্রে। জাহ্নবী কাপুর (Janhvi Kapoor ) দক্ষিণ ভারত থেকে আসা সুন্দরী নামক একটি মেয়ের চরিত্রে অভিনয় করছেন। তাঁদের মধ্যে কীভাবে সম্পর্কের সৃষ্টি হয় সেই নিয়ে ছবির গল্প। যদিও এর আগে এমন গল্প নিয়ে সিনেমা নির্মিত হয়েছে। তবে দীনেশ ভিজন ও তুষার জালোটা নতুন আঙ্গিকে এই গল্প বলার চেষ্টা করছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Maddock Films (@maddockfilms)

ম্যাডক ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে এই ছবি। ম্যাডক ফিল্মসের পূর্ববর্তী সফল ছবির তালিকা রয়েছে ‘স্ত্রী 2’, ‘মুঞ্জয়া’ এবং ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’, মতো জনপ্রিয় ছবি । ম্যাডক ফিল্মস সবসময়ই এক নতুন ধরনের কনটেন্ট তৈরি করতে সক্ষম হয়েছে। আগামী ২৫ শে জুলাই ২০২৫ শে মুক্তি পাবে ‘পরম সুন্দরী'(Param Sundari)।