চোটের কবলে কেরালা ব্লাস্টার্সের এই দাপুটে ফুটবলার

মোহনবাগান ম্যাচে এগিয়ে গিয়ে আসেনি জয়। শেষ মুহূর্তে রক্ষণভাগের ভরাডুবিতে হারতে হয়েছিল সেই ম্যাচ। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। সেই হতাশা কাটিয়ে গত রবিবার…

Jesus Jimenez, Kerala Blasters

মোহনবাগান ম্যাচে এগিয়ে গিয়ে আসেনি জয়। শেষ মুহূর্তে রক্ষণভাগের ভরাডুবিতে হারতে হয়েছিল সেই ম্যাচ। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। সেই হতাশা কাটিয়ে গত রবিবার নিজেদের ঘরের মাঠে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে আদ্রিয়ান লুনারা। যারফলে অনায়াসেই তাঁরা পিছনে ফেলে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গলকে। এবার সেই ধারা বজায় রাখাই লক্ষ্য দক্ষিণের এই ফুটবল ক্লাবের। এখন দিন কয়েকের বিশ্রাম। তারপর আগামী রবিবার অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির বিপক্ষে খেলতে নামবে কেরালা (Kerala Blasters)।

ঘরের মাঠে জামশেদপুর এফসি যে কতটা ভয়ানক হতে পারে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে সবদিক মাথায় রেখেই নিজেদের প্রস্তুত করছেন কোয়ামি পেপরা থেকে শুরু করে রাহুল কেপিরা। তবে এক্ষেত্রে চিন্তায় রাখছে দলের তারকা ফুটবলারের চোট সমস্যা। বলাবাহুল্য, গত মহামেডান ম্যাচে দল মাঠে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতির সময় চোটের কবলে পড়তে হয়েছিল জেসুস জেমিনেজকে। যারফলে তাঁকে বাদ দিয়েই প্রথম একাদশ সাজাতে হয়েছিল দলের বর্তমান দায়িত্বপ্রাপ্ত কোচকে। সেক্ষেত্রে প্রথম থেকেই মাঠে ছিলেন কোয়ামি পেপরা।

   

গত ম্যাচে সহজ জয় আসলেও জামশেদপুরকে আটকানো যে যথেষ্ট চ্যালেঞ্জিং সেটা ভালো মতোই বুঝতে পারছেন সকলে। তবে এসবের মাঝেই সকলকে চিন্তায় রাখছে জেসুসের চোট। আসলে সেই সময় অনুশীলন চলাকালীন উরুতে চোট এসেছিল এই স্প্যানিশ ফুটবলারের। সেই সময় তেমন কিছু বোঝা না গেলেও পরবর্তীতে বোঝা যায় চোটের গভীরতা। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে তাঁর চোটের যা পরিস্থিতি সেই অনুযায়ী আগামী বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই তারকা ফুটবলারকে।

তাঁর অনুপস্থিতিতে নিঃসন্দেহে প্রভাব ফেলবে দলের আক্রমণভাগে। সেক্ষেত্রে আদ্রিয়ান লুনার পাশাপাশি নোয়া সাদাউদের উপরেই দেওয়া হতে পারে দলের বাড়তি দায়িত্ব।