কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে নাটকীয় অধ্যায়৷ ফাঁকা পড়ে রইল চেয়ার৷ রাজ্যপালের অনুপস্থিতিতেই হয়ে গেল সমাবর্তন অনুষ্ঠান৷ (Jadavpur University convocation)
বোসের সঙ্গে সংঘাত Jadavpur University convocation
রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংঘাত চলছিলই৷ তিনি অনুষ্ঠানে আসবেন কিনা, তা নিয়েও সংশয় ছিল৷ তবুও রাজ্যপালের জন্য অপেক্ষা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ পতাকা উত্তোলনের আগেও সময় নেওয়া হয়৷ অবশেষে রাজ্যপালকে ছাড়াই শুরু হয় অনুষ্ঠান৷
আচার্যের অনুমোদন ছাড়াই সমাবর্তন Jadavpur University convocation
প্রথা মেনে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে কোর্ট বৈঠক হয়৷ ওই কোর্ট বৈঠকের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয় রাজভবনের তরফে৷ রাজভবন থেকে বিশ্ববিদ্যালয়ে ফোন আসে বলেও সূত্রের খবর। রাজভবনের আপত্তি থাকলেও, নির্দিষ্ট সময়েই ওপেন এয়ার থিয়েটারে সমাবর্তন অনুষ্ঠান শুরু করা হয়। তবে আচার্যের অনুমোদন ছাড়া সমাবর্তনের ডিগ্রি নিয়ে ভবিষ্যতে কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না তো? প্রশ্ন উঠেছে গবেষক পড়ুয়াদের মনে৷
মূলত রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের উপস্থিতিতেই কোর্ট বৈঠক শুরু হয়৷ কিন্তু এদিন রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে যাননি। তবে তাঁর হয়ে কোর্ট বৈঠকে হাজির হন তাঁর মনোনীত প্রতিনিধি জিতেন্দ্রনাথ রায়৷ অবশেষে বোসের প্রতিনিধি, ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত, সহ-উপাচার্যের উপস্থিতিতে সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে কোর্ট বৈঠক শুরু হয়। তার পরই শুরু হয়ে যায় যাদবপুরের প্রেসটিজিয়াস সমাবর্তন অনুষ্ঠান।
গত শুক্রবার উপাচার্যের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন আচার্য। এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস চিঠিতে দাবি করেছিলেন, কিছুদিনের মধ্যেই স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে৷ তিনি দায়িত্ব নেওয়ার পর তাঁকে সমাবর্তনের দায়িত্ব দেওয়া হোক। তাড়াহুড়ো করে সমাবর্তনের প্রয়োজন নেই। স্ট্যাটিউট’ (বিধি) না-মেনে তাড়াহুড়ো করে সমাবর্তনের আয়োজনের বিষয়টি ‘সম্পূর্ণ বেআইনি’ বলেও উল্লেখ করেন রাজ্যপাল।
Kolkata City: Jadavpur University’s convocation took place in the absence of Governor CV Ananda Bose. Despite ongoing conflicts, the ceremony proceeded without him. The legitimacy of the event is questioned by the Governor’s office, leaving students concerned about their degrees.