গত কয়েক বছর ধরেই ইন্ডিয়ান সুপার লিগে অনবদ্য পারফরম্যান্স করছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। আগেরবার লিগ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না হলেও প্রতিপক্ষদের টেক্কা দিয়ে অনায়াসেই শিল্ড ঘরে তুলে নিয়েছিল মোহনবাগান। এবারও বজায় রয়েছে সেই ছন্দ। শুরুটা খুব একটা ভালো না হলেও সময় এগোনোর সাথে সাথেই দুরন্ত ছন্দে ধরা দেয় সবুজ-মেরুন ব্রিগেড। মাঝে বেঙ্গালুরু এফসির কাছে ধাক্কা খেতে হলেও পরবর্তী ম্যাচ থেকেই ছন্দে ফিরেছিল বাগান শিবির। দল অপরাজিত ছিল টানা আটটি ম্যাচ। তাঁদের এমন পারফরম্যান্স রীতিমতো চাপে ফেলে দিয়েছিল সকলকে।
কিন্তু গত শুক্রবার ভেঙে যায় সেই রেকর্ড। সেদিন অ্যাওয়ে ম্যাচে জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার কাছে পরাজিত হতে হয় জোসে মোলিনার ছেলেদের। বলাবাহুল্য, ঘরের মাঠে ম্যাচ থাকায় এদিন প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল বোরহা হেরেরা থেকে শুরু করে আর্মান্দো সাদিকুদের। যারফলে ব্রিসন ফার্নান্দেজেদের সক্রিয়তায় বল তুলে নিতে খুব একটা সমস্যা হয়নি মানোলো মার্কুয়েজের। মাঝে দিমিত্রি পেত্রাতোসের গোলে মোহনবাগান সমতায় ফিরলেও শেষ রক্ষা হয়নি। একটি গোলের ব্যবধানেই পরাজিত হতে হয় কলকাতা ময়দানের এই প্রধানকে।
সেই ধাক্কা কাটিয়ে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। এখন এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করাই অন্যতম লক্ষ্য বাগান কোচের। তা মাথায় রেখেই দলের সকল ফুটবলারদের অনুশীলন করাচ্ছেন মোলিনা। তবে এক্ষেত্রে চিন্তায় রাখছে ফুটবলারদের চোট সমস্যা। বলাবাহুল্য, গত গোয়া ম্যাচের পর থেকেই চোট সমস্যায় ভুগছেন অজি তারকা দিমিত্রি পেত্রাতোস। বর্তমানে যা পরিস্থিতি তাঁতে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে পারেন তিনি। স্বাভাবিকভাবেই আসন্ন পাঞ্জাব ম্যাচে তাঁকে মাঠে পাবে না দল।
কিন্তু তিনি একা নন। বর্তমানে চোট সমস্যায় ভুগছেন বাগানের আরও দুই ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন আশিক কুরুনিয়ান এবং গ্ৰেগ স্টুয়ার্ট। গত হায়দরাবাদ ম্যাচের পর থেকেই চোটের সমস্যায় জর্জরিত ছিলেন এই স্কটিশ ফরোয়ার্ড। তাঁর অনুপস্থিতি ব্যাপকভাবে প্রভাব ফেলেছে দলের আক্রমণভাগে। সব ঠিকঠাক থাকলে আগামী বছর থেকে মাঠে নামতে পারবেন স্টুয়ার্ট। পাশাপাশি এদিন দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়নি ভারতীয় তারকা আশিক কুরুনিয়ানকে। শোনা গিয়েছে নতুন করে চোটের সমস্যা দেখা দিয়েছে এই দেশীয় উইঙ্গারের। যারফলে এখনই তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ বাগান কোচ।