বর্ধমানে যেন লঙ্কাকাণ্ড! বিজেপি কর্মীদের বিশৃঙ্খলায় মহাগুরু মিঠুন রেগে চলে গেলেন

যে যাকে পারছে তার দিকে তেড়ে যাচ্ছে। যেন লঙ্কা কাণ্ড! এমনই পরিস্থিতি (Purba Bardhaman) পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপি (BJP) সদস্য সংগ্রহ অনুষ্ঠানে। এসব দেখে (Mithun…

BJP membership drive

যে যাকে পারছে তার দিকে তেড়ে যাচ্ছে। যেন লঙ্কা কাণ্ড! এমনই পরিস্থিতি (Purba Bardhaman) পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপি (BJP) সদস্য সংগ্রহ অনুষ্ঠানে। এসব দেখে (Mithun Chakraborty) মিঠুন চক্রবর্তী প্রবল ক্ষুব্ধ। তিনি দলীয় কর্মসূচি ফেলে চলে গেলেন। (Mithun Chakraborty BJP membership drive)

চরম বিশৃঙ্খলা Mithun Chakraborty BJP membership drive

অভিনেতা মিঠুন চক্রবর্তী’র উপস্থিতিতে কর্মসূচিস্থলে চরম বিশৃঙ্খলা বিজেপি কর্মীদের। এমন ভিডিও খোদ জেলা বিজেপি সমর্থকরাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

   

বিজেপির সদস্য অভিযান কর্মসূচি চলছে রাজ্য জুড়ে । রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। গত ২৭ অক্টোবর কলকাতায় অমিত শাহের উপস্থিতিতে সদস্যপদ অভিযানের সূচনা হয়েছে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী। রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ১ কোটি সদস্যপদ সংগ্রহ করা হবে। তবে সেই লক্ষ্যমাত্রা থেকে বহু দূরে বিজেপি।

সদস্য সংগ্রহের সংখ্যা ২৭ লক্ষেরও বেশি BJP membership drive

সময় শেষ হয়ে যাচ্ছে। বিজেপি সূত্রে খবর, তাদের সদস্য সংগ্রহের সংখ্যা ২৭ লক্ষের কিছু বেশি। শেষ মুহূর্তে বঙ্গ বিজেপি মিঠুনের মতো অভিনেতাকে নামিয়েছে। তিনি শনিবার থেকে সদস্যপদ সংগ্রহে নেমেছেন।

 

সোমবার (২৩ ডিসেম্বর) পূর্ব বর্ধমান জেলাতে এমন কর্মসূচি ছিল। জামালপুর ব্লকের পাঁচড়ার একটি অনুষ্ঠান বাড়িতে সদস্যতা অভিযান কর্মসূচিতে উপস্থিত হন মহাগুরু মিঠুন চক্রবর্তী।তার উপস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে । বিজেপি কার্যকর্তা কর্মীরা দলীয় কর্মসূচি ভুলে মিঠুনকে দেখার জন্য হুড়োহুড়ি শুরু করেন। মঞ্চে মিঠুন চক্রবর্তী বিরক্ত হন। অল্প সময়ের মধ্যেই তিনি চলে যান সেখান থেকে । বিশৃঙ্খলা থামাতে বিজেপি নেতৃত্ব নামেন।

 

রাজ্যে বিজেপি বিরোধী দল হলেও নির্বাচনে বিধায়ক ও সাংসদ ক্রমে কমতে শুরু করেছে। পরপর নির্বাচনে তৃণমূলের কাছে পরাজয়ে হতাশ নেতা ও সমর্থকরা। এমন পরিস্থিতিতে সদস্য সংগ্রহ অভিযান চলছে।রবিবার উত্তর ২৪ পরগনার টিটাগড়ে সদস্য সংগ্রহ অভিযানে মিঠুন বলেছিলেন “নিজেদের কিছু ভুল-ত্রুটি আছে। সেগুলো ঠিক করতে হবে।” তিনি আরও বলেন, “টার্গেট একটু বেশি করেই দেওয়া হয়। আমরা ১২ বললে হয় ১০। আসলে ১০-ই টার্গেট।” তিনি কার্যত স্বীকার করে নেন দলের দূর্বলতা। আর সোমবার পূর্ব বর্ধমানের অনুষ্ঠান থেকে তিনি চলেই গেলেন।

West Bengal: Chaos erupted at BJP’s membership drive in Purba Bardhaman, attended by Mithun Chakraborty. The actor left the event in anger due to the disorder. BJP aims to recruit 1 crore members by December 31, but the target seems far off.