কলকাতা: প্রশিক্ষণরত প্রাক্তন আইএএস অফিসার পূজা খেড়করের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট। গ্রেফতারি এড়াতে উচ্চ আদালতে কড়া নেড়েছিলেন পূজা। অতীতে তাঁকে রক্ষাকবচও দিয়েছিল আদালত। সোমবার সেই রক্ষাকবচ তুলে নিতেই বিপাকে পূজা৷ এবার আর তাঁর গ্রেফতরিতে কোনও বাধা রইল না৷ (Puja Kherkar bail rejection)
দেশের সঙ্গে ষড়যন্ত্র Puja Kherkar bail rejection
এদিন হাই কোর্ট তার পর্যবেক্ষণে জানায়, পূজা শুধু ইউপিএসসি-র সঙ্গে নয়, গোটা দেশের সঙ্গে ষড়যন্ত্র করেছেন! পূজার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ রয়েছে৷ অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণি (ওবিসি) এবং প্রতিবন্ধী কোটা ব্যবহার করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুবিধা গ্রহণ করেছিলেন তিনি।
পূজার আগাম জামিনের মামলাটি নিম্ন আদালতে খারিজ হওয়ার পর, তিনি দিল্লি হাই কোর্টে চ্যালেঞ্জ করেন। অগাস্ট মাসে তাঁকে রক্ষাকবচ দিয়েছিল আদালত। তবে, প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতে সোমবার উচ্চ আদালত জানায়, প্রাক্তন আইএএস অফিসারের আবেদন খারিজ করার জন্য যথেষ্ট কারণ রয়েছে৷
ভুয়ো নথি দাখিল Puja Kherkar bail rejection
আদালতের পর্যবেক্ষণ, পূজা ইউপিএসসি পরীক্ষায় সংরক্ষণের সুবিধা পেতে ভুয়ো নথির সাহায্য নিয়েছিলেন৷ তিনি কোনও ভাবেই সংরক্ষিত প্রার্থীদের তালিকায় পড়েন না। তিনি যেটা করেছেন, সেটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়৷ তিনি ভুল তথ্য দিয়ে প্রশাসনকে প্রভাবিত করা চেষ্টা করেছেন। আদালত আরও জানিয়েছে, আবেদনকারীর আগাম জামিন মঞ্জুর করা হলে তদন্তকে প্রভাবিত করতে পারে৷
কারচুপির দায়ে ইতিমধ্যেই পূজার প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া হয়ছে। তাঁকে আর নিয়োগ করা হবে না বলেও জানানো হয়েছে। আজীবন ইউপিএসসি থেকে নির্বাসিত করা হয়েছে তাঁকে। ভবিষ্যতে আর কখনই ইউপিএসসির কোনও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না পূজা। ইউপিএসসি-র সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েও দিল্লি হাই কোর্টে গিয়েছেন প্রশিক্ষণরত প্রাক্তন আইএএস অফিসার।
কোথা থেকে বিতর্কের সূত্রপাত Puja Kherkar bail rejection
পুণের অতিরিক্ত জেলাশাসক হিসাবে নিয়োগ করা হয়েছিল পূজাকে। সেই সময় তিনি ক্ষমতার অপব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। নিজের ব্যক্তিগত ব্যবহারের গাড়িতে মহারাষ্ট্র সরকারের স্টিকার, লালবাতি ব্যবহার করতেন পূজা৷ এ ছাড়াও অতিরিক্ত জেলাশাসকের কক্ষ ‘দখল’ করা, জেলাশাসকের সহকারীর কাছে বেআইনি দাবিদাওয়া জানানো ও সর্বোপরি সেই দাবি পূরণে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে পূজার বিরুদ্ধে। আর সেখান থেকেই শুরু হয় বিতর্ক৷ সেই অভিযোগের তদন্তে নেমেই বেরিয়ে পড়ে ‘কেঁচো খুঁড়তে কেউটে’৷
Bharat: Delhi High Court rejects anticipatory bail plea of former IAS officer Puja Kherkar. Accused of conspiracy and fraud, she allegedly misused OBC and disability quotas to clear UPSC exams. Court lifts previous protection, paving the way for her arrest.