আল্লু অর্জুনের বাড়িতে তাণ্ডব! ছোড়া হল টম্যাটো, আটক ৮

কলকাতা: একের পর এক বিপদ৷ কিছুতেই যেন স্বস্তি পাচ্ছেন না দক্ষিণী তারকা৷ এবার হামলা চালানো হল সুপারস্টার আল্লু অর্জুনের বাড়িতে৷ চলল তাণ্ডব- ভাঙচুর৷ রবিবার তেলুগু…

Allu Arjun house attack Hyderabad

short-samachar

কলকাতা: একের পর এক বিপদ৷ কিছুতেই যেন স্বস্তি পাচ্ছেন না দক্ষিণী তারকা৷ এবার হামলা চালানো হল সুপারস্টার আল্লু অর্জুনের বাড়িতে৷ চলল তাণ্ডব- ভাঙচুর৷ রবিবার তেলুগু অভিনেতার হায়দরাবাদের জুবিলি হিলসের বাড়িতে হামলা চালানো হয়৷ এদিন হঠাৎ করেই ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ অ্যাকশন কমিটির (জেএসি) আট সদস্য জোর করে আল্লুর বাড়িতে ঢুকে পড়ে এবং তাঁর সম্পত্তি নষ্ট করে৷ তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে অভিযুক্তদের আটক করে জুবিলি হিলস থানায় নিয়ে যায়৷ (Allu Arjun house attack Hyderabad)

   

কেন হামলা? Allu Arjun house attack Hyderabad

হঠাৎ কেন হামলা হল আল্লুর বাড়িতে? হামলাকারীদের দাবি, হায়দরাবাদে পুষ্পা-২’র স্ক্রিনিং-এ পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছরের এক মহিলার৷ ওই মহিলার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কারণ, ওই দিন পুষ্প ২: দ্য রুল-এর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। তাঁকে দেখতেই ভিড় উপচে পড়েছিল। ভিড় নিয়ন্ত্রণেও কোনও উদ্যোগ নেননি অভিনেতা। তাই এই ঘটনার দায় তাঁর। 

লাগাতার টম্যাটো হালমা Allu Arjun house attack Hyderabad

রবিবারের ঘটনায় যে সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা দক্ষিনী তারকার বাড়িতে ঢোকার চেষ্টা করছেন৷ তাঁরা বাড়ির বাইরে থাকা সম্পত্তি ভাঙচুর চালিয়ে নষ্ট করে। বাড়ির সামনে থাকা ফুলের টব ভেঙে দেন তাঁরা। অভিনেতার বাড়ি লক্ষ্য করে একের পর এক টম্যাটো ছোড়া হয়। নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দিতে গেলে, দু’পক্ষের মধ্যে তুমুল বচসা বাধে৷ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়৷ 

এই ঘটনায় নিন্দা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। রবিবার রাতে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘আমি অভিনেতার বাড়িতে হামলার ঘটনার নিন্দা করছি। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য রাজ্য পুলিশের ডিজি এবং শহরের পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হচ্ছে। এ ব্যাপারে কোনও রকম শিথিলতা বরদাস্ত করা হবে না।’’

 Entertainment: Superstar Allu Arjun’s house in Hyderabad’s Jubilee Hills was attacked by members of Osmania University’s Joint Action Committee. The attackers demanded compensation for a woman’s death during the screening of Pushpa 2. Police intervened and detained the culprits.