দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে এবারের আইএসএল শুরু করেছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছে শক্তিশালী ওডিশা এফসিকে। অ্যাওয়ে ম্যাচে এই জয় নিঃসন্দেহে অনেকটাই খুশি করেছিল সমর্থকদের। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেতে হয় আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবকে। কলকাতা ময়দান এর তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে এই পরাজয় হতাশ করেছিল সকলকে। যার প্রভাব পড়েছিল পরবর্তী হায়দরাবাদ ম্যাচে। যদিও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি ওয়েন কোয়েলের ছেলেদের।
ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। কিন্তু বেশিদিন বজায় থাকেনি সেই ধারা। দক্ষিণের ডার্বিতে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হওয়ার পর টানা দুইটি ম্যাচে কলকাতা ময়দানের বাকি দুই প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইমামি ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হতে হয় জর্ডান উইলমার গিলদের। যারফলে প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। দুরন্ত সূচনা করলেও বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের নবম স্থানে এসে ঠেকেছে চেন্নাইয়িন এফসি।
১৩ ম্যাচ খেলে তাঁদের সংগ্রহে রয়েছে ১৫ পয়েন্ট। দলের এমন পরিস্থিতি নিয়ে যথেষ্ট হতাশ ম্যানেজমেন্ট। এক্ষেত্রে আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দলের প্রয়োজন মতো একাধিক ফুটবলারদের নেওয়ার পরিকল্পনা রয়েছে চেন্নাইয়িন এফসির। সেক্ষেত্রে বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক তরুণ প্রতিভার দিকে ও নজর রয়েছে আইএসএলের এই ফুটবল ক্লাবের। এক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে মহেসন সিং টংব্রামের নাম। একটা সময় পাঞ্জাব অ্যাকাডেমি থেকে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন এই ফুটবলার।
পরবর্তীতে সেখান থেকেই যোগদান করেন পাঞ্জাব এফসিতে। খেলেছেন দেশের দ্বিতীয় ডিভিশন লীগ তথা আই লিগ। সেখানে সাফল্য পাওয়ার পর ইন্ডিয়ান সুপার লিগের ক্ষেত্রে ও তাঁকে স্কোয়াডে রেখেছিল পাঞ্জাব। কিন্তু সেভাবে সুযোগ পাননি এই তারকা। বর্তমানে কোনও ক্লাব থাকলেও এই মিডফিল্ডারকেই নাকি দলে নিতে চাইছে চেন্নাইয়িন এফসি। যদিও চূড়ান্ত নয় বিষয়টি।