ম্যাচ জিতে ও মোহনবাগানের প্রশংসায় পঞ্চমুখ মানোলো

কান্তিরাভার হতাশা ভুলে গত শুক্রবার জয়ের সরণিতে ফিরেছে এফসি গোয়া (FC Goa )। সেদিন নিজেদের ঘরের মাঠে ইন্ডিয়ান সুপার লিগের দ্বাদশতম ম্যাচ খেলতে নেমেছিল আর্মান্দো…

Indian Head Coach Manolo Márquez

কান্তিরাভার হতাশা ভুলে গত শুক্রবার জয়ের সরণিতে ফিরেছে এফসি গোয়া (FC Goa )। সেদিন নিজেদের ঘরের মাঠে ইন্ডিয়ান সুপার লিগের দ্বাদশতম ম্যাচ খেলতে নেমেছিল আর্মান্দো সাদিকুরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় সুনিশ্চিত করে গোয়ার এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে খুশি করেছে সকল সমর্থকদের। এই জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতীয় মিডফিল্ডার ব্রিসন ফার্নান্দেজ।

তাঁর জোড়া গোলেই আসে জয়। যারফলে ওডিশা এফসিকে পিছনে ফেলে ইন্ডিয়ান সুপার লিগের তৃতীয় স্থানে উঠে আসে এফসি গোয়া। এই জয়ের দরুন ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজ। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আমি মনে করি যে আপনি যখন এই ধরণের দলের বিরুদ্ধে এই ধরণের ম্যাচ গুলি খেলবেন, তখন জয়ের ক্ষেত্রে প্রচন্ড ক্লিনিকাল থাকতে হবে‌। সেইসাথে ভাগ্য ও কিছুটা সুপ্রসন্ন থাকা প্রয়োজন”।

   

তবে নিজেদের ভাগ্যের তুলনায় দলের ফুটবলারদের পারফরম্যান্সকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন জাতীয় দলের এই কোচ। তাঁর কথায়, ” আমি মনে করি না যে আমরা ভাগ্যবান ছিলাম। এটা সত্যি যে আমাদের প্রতিপক্ষ দলের কাছে আমাদের ছেলেদের চেয়ে বল পজিশন অনেকটাই বেশি ছিল। তবে অমীমাংসিত ফলে এই ম্যাচ শেষ হলে কিছু বলার ছিল না।” পাশাপাশি কলকাতার এই প্রধানকে সমীহ করে মানোলো বলেন, ” মোহনবাগান সুপার জায়ান্ট কতটা শক্তিশালী দল সেটা সবাই কমবেশি জানে।‌ ওরা এবার ও আইএসএল শিল্ড জেতার ক্ষেত্রে হট ফেবারিট। এই ধরণের দলের বিরুদ্ধে একটি খেলা জিততে হলে যথেষ্ট পরিকল্পনার সাথে খেলতে হবে। আমি মনে করি দলটি যথেষ্ট শৃঙ্খলা পরায়ন”।

আগামী ৪ জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে খেলতে নামবে জয় গুপ্তারা। মোহনবাগানের পর এই ম্যাচে ও জয় পেতে চাইবে মানোলো মার্কুয়েজের ছেলেরা।