গত শুক্রবার অ্যাওয়ে ম্যাচে জোড় ধাক্কা খেয়েছে মোহনবাগান (Mohun Bagan ) সুপার জায়ান্ট। এদিন ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে শক্তিশালী এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। গত কয়েক ম্যাচের মতো এই ম্যাচে ও দাপুটে ফুটবল খেলে জয় নিশ্চিত করার পরিকল্পনা থাকলেও কাজে আসেনি সেই লড়াই। এদিন বারংবার পিছিয়ে পড়তে হয়েছিল প্রতিপক্ষ ফুটবল দলের কাছে। জেমি ম্যাকলারেন থেকে শুরু করে মনবীর সিংরা বারংবার আক্রমণে উঠে আসতে শুরু করলেও কাজের কাজ করতে সক্ষম হয়নি।
নাহলে অনায়াসেই এগিয়ে যেতে পারত সবুজ-মেরুন। অন্যদিকে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিয়ে বল জালে জড়িয়ে গিয়েছেন ব্রিসন ফার্নান্দেজ। যারফলে প্রথম কোয়ার্টারে এগিয়ে যায় এফসি গোয়া। তারপর থেকে একাধিকবার মাঝমাঠ থেকে আক্রমণ শানিয়ে গোলের সুযোগ তৈরি করেছিল বাগান শিবির। কিন্তু কাজের কাজ হয়নি। যারফলে প্রথমার্ধের শেষে পিছিয়ে থাকতে হয় গতবারের লিগ শিল্ড জয়ীদের। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের আক্রমণাত্মক মেজাজে দেখা যায় মেরিনার্সদের। তারপর পেনাল্টি থেকে দিমি পেত্রাতোসের গোল।
ফের হাড্ডাহাড্ডি লড়াই দেখা দেয় উভয় দলের মধ্যে। তাছাড়া জেমি ম্যাকলারেনের পাশাপাশি জেসন কামিন্স মাঠে আসার পর থেকেই আক্রমণের ঝাঁঝ আরও বেড়ে গিয়েছিল সবুজ-মেরুনের। কিন্তু তাতেও আটকানো যায়নি গোয়া শিবিরকে। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে আসে জয়। যা কিছুটা হলেও হতাশ করেছে বাগান হেডস্যার জোসে মোলিনাকে। ম্যাচ শেষে সেই নিয়েই মুখ খোলেন তিনি। মোলিনা বলেন, ” আমাদের দুই দলের কাছেই ম্যাচটা যথেষ্ট কঠিন ছিল। আমাদের ছেলেরা আক্রমণের চেষ্টা করেছে। প্রথম গোলটা খেয়েছি দুর্ভাগ্যবশত। আর যে কোনও ম্যাচেই প্রথম গোল খুবই গুরুত্বপূর্ণ। আমরা ড্র করতে পারতাম। কিন্তু পারিনি। ওদের দ্বিতীয় গোলটা ভাল হয়েছে।”
পাশাপাশি দলের স্ট্রাটেজি নিয়ে এই স্প্যানিশ কোচ বলেন, ” এই ম্যাচে ফর্মেশন বদলে রিজার্ভ বেঞ্চ থেকে অ্যাটাকিং ফুটবলারদের নামিয়ে ছিলাম। যাতে ওরা গোল করতে পারে, অন্তত একটা পয়েন্ট যাতে পেতে পারি। কিন্তু শেষ পর্যন্ত বল গোলে রাখা সম্ভব হয়নি। তবে আমাদের দল আজও ভাল খেলেছে। কিন্তু আজ আমাদের দিন ছিলনা। ফুটবলে এমন হতেই পারে। গোলের চেষ্টা করে সব সময় গোল পাওয়া যায়না। তবে আমরা একটা ভালো দলের বিরুদ্ধে লড়াই করেছি। পরবর্তী ম্যাচে এই ভুল গুলো মাথায় রাখতে হবে।”