চুটিয়ে অনুশীলন করলেন লাল-হলুদের তিন ফুটবলার, খেলবেন ডায়মান্তাকস?

বর্তমানে চোটের সমস্যায় নাজেহাল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। নবনিযুক্ত কোচ অস্কার ব্রুজনের দায়িত্ব গ্রহণের পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে ময়দানের এই প্রধান। এএফসি…

East Bengal Injury Boost

বর্তমানে চোটের সমস্যায় নাজেহাল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। নবনিযুক্ত কোচ অস্কার ব্রুজনের দায়িত্ব গ্রহণের পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে ময়দানের এই প্রধান। এএফসি চ্যালেঞ্জ লিগ হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ। প্রতিটি ক্ষেত্রেই ভালো পারফরম্যান্স করতে শুরু করে সাউল ক্রেসপোরা। যারফলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল লাল-হলুদ সমর্থকরা। কিন্তু এক্ষেত্রে ফের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ফুটবলারদের চোট সমস্যা। বলাবাহুল্য, গত ওডিশা ম্যাচে চোটের কবলে পড়তে হয়েছিল ফরাসি তারকা মাদিহ তালালকে। বল দখলের লড়াইয়ে গুরুতর জখম হয়েছিলেন তিনি।

বর্তমানে যা পরিস্থিতি তাতে চলতি সিজনে আর মাঠে নামতে পারবেন না এই তারকা। বৃহস্পতিবার সেই কথাই নিশ্চিত করে দেওয়া হয়েছে ক্লাবের তরফে। তিনি একানন এই মুহূর্তে চোটের সমস্যার জন্য মাঠের বাইরে রয়েছেন স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো। আগামী জানুয়ারি মাসের আগে হয়তো মাঠে নামতে পারবেন না তিনি। পাশাপাশি চোট সমস্যা ছিল গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস (Dimitrios Diamantakos) থেকে শুরু করে হেক্টর ইউস্তে এবং ভারতীয় তারকা নাওরেম মহেশ সিংয়ের। এই পরিস্থিতিতে মাঠে নেমে ম্যাচ জেতা যথেষ্ট চ্যালেঞ্জিং সকলের কাছে।

   

গত পাঞ্জাব ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন মহেশ। যারফলে তড়িঘড়ি করে তাঁকে মাঠের বাইরে নিয়ে আসতে বাধ্য হয়েছিলেন অস্কার। পরবর্তীতে জয় আসলেও খেলোয়াড়দের চোখ সমস্যা চিন্তায় রেখেছিল ম্যানেজমেন্টকে। তবে এসবের মাঝেই উঠে এসেছে সুখবর। শুক্রবার থেকেই দলের অনুশীলনে যোগ দিয়েছেন নাওরেম মহেশ সিং থেকে শুরু করে হেক্টর ইউস্তে এবং গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস। যা নিঃসন্দেহে চাপ কমাবে সকলের। যতদূর শোনা গিয়েছে জামশেদপুর ম্যাচের জন্য সম্পূর্ণ ফিট রয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে এবং উইঙ্গার নাওরেম মহেশ সিং।

পাশাপাশি গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস ফিট থাকলেও ম্যাচের প্রথম থেকেই হয়তো তাঁকে মাঠে নামবেন না লাল-হলুদ কোচ। মনে করা হচ্ছে সব ঠিকঠাক থাকলে আসন্ন জামশেদপুর ম্যাচের দ্বিতীয়ার্ধে তাঁকে মাঠে নামাতে পারেন অস্কার ব্রুজন‌‌‌। সেদিকেই নজর রয়েছে সকলের।