FC Goa vs Mohun Bagan: কাজে এল না দিমিত্রি পেত্রাতোসের গোল। শুক্রবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে জোড় ধাক্কা খেল মোহন তরী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের দ্বাদশ ম্যাচ খেলতে নেমেছিল জোসে মোলিনার ছেলেরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিল সন্দেশ ঝিঙ্গানরা। এদিন গোয়ার জার্সিতে জোড়া গোল করেন ব্রিসন ফার্নান্দেজ। অন্যদিকে মোহনবাগানের হয়ে ব্যবধান কমান অজি তারকা দিমিত্রি পেত্রাতোস।
এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসলো এফসি গোয়া। তাঁরা পিছনে ফেলে দিল সার্জিও লোবেরার ওডিশা এফসিকে। অপরদিকে ম্যাচ হেরে ও শীর্ষস্থান ধরে রাখল বাগান ব্রিগেড। বলাবাহুল্য, এদিন ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতে খেলার পরিকল্পনা ছিল আর্মান্দো সাদিকুদের। কিন্তু জেমি ম্যাকলারেন থেকে শুরু করে লিস্টন কোলাসোর মতো ফুটবলারদের উপস্থিতি নিঃসন্দেহে কিছুটা চাপে রেখেছিল গোটা দলকে। তবে সুযোগের সৎ ব্যবহার করে ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোল তুলে নেয় গোয়া দল।
Wrapped and delivered! 🎁🎄
Your final gift of 2024: 𝟑 𝐏𝐎𝐈𝐍𝐓𝐒 🔥😍#FCGMBSG pic.twitter.com/PQyyx5c7vf
— FC Goa (@FCGoaOfficial) December 20, 2024
১২ মিনিটের মাথায় গোল করে যান ব্রিসন ফার্নান্দেজ। সেই গোলের পর থেকেই আক্রমণ আরও বাড়াতে শুরু করে সবুজ-মেরুন। কিন্তু কিছুতেই গোলের মুখ খোলা সম্ভব হচ্ছিল না তাঁদের পক্ষে। বারংবার আটকে যেতে হচ্ছিল সন্দেশ ঝিঙ্গান থেকে শুরু করে আকাশ সাঙ্গওয়ানদের কাছে। যারফলে প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধানেই এগিয়ে ছিল বোরহা হেরেরাদের দল। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল গোয়া দলের ফুটবলারদের। তবে সেটা বেশিক্ষণ বজায় থাকেনি। ৫৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল শোধ করে যান অজি তারকা দিমিত্রি পেত্রাতোস।
সমতায় ফিরে আসে মোহনবাগান। কিন্তু পঞ্চম কোয়ার্টারেই বাগান ডিফেন্ডারদের চমকে দিয়ে ব্যবধান বাড়িয়ে যান সেই ফার্নান্দেজ। যারফলে ফের এগিয়ে যায় এফসি গোয়া। সম্পূর্ণ সময়ের শেষে সেই ব্যবধানেই আসে জয়। যার দরুণ টানা আট ম্যাচ অপরাজিত থাকার পর হারের সম্মুখীন হল মোহনবাগান।