এই শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ, যাত্রী পরিষেবা বিঘ্নিত হওয়ায় দুঃখপ্রকাশ রেলের

চক্রধরপুর ডিভিশনে উন্নয়নমূলক কাজের কারণে ট্রেন পরিষেবায় বিভিন্ন পরিবর্তনের ঘোষণা করেছে রেল (Indian Railway)। রেলের তরফে জানানো হয়েছে, এই কাজের ফলে কিছু ট্রেন বাতিল, কিছু…

Indian Railways

চক্রধরপুর ডিভিশনে উন্নয়নমূলক কাজের কারণে ট্রেন পরিষেবায় বিভিন্ন পরিবর্তনের ঘোষণা করেছে রেল (Indian Railway)। রেলের তরফে জানানো হয়েছে, এই কাজের ফলে কিছু ট্রেন বাতিল, কিছু ট্রেন সংক্ষিপ্ত পথে চলবে। আবার কিছু ট্রেনের সময়সূচি ও রুট পরিবর্তিত হবে। যাত্রীদের উদ্দেশ্যে এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।

বাতিল হওয়া ট্রেনের (Indian Railway) তালিকা

২২ ডিসেম্বর ২০২৪ তারিখে আসানসোল-টাটানগর-আসানসোল এক্সপ্রেস (১৩৫১২/১৩৫১১) এবং টাটানগর-বারকাকানা-টাটানগর স্পেশাল (০৮১৫১/০৮১৫২) বাতিল করা হয়েছে। একই দিনে আসানসোল-টাটানগর-আসানসোল মেমু স্পেশাল (০৮১৭৩/০৮১৭৪) ট্রেনও বাতিল থাকবে। ২৩ ও ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু স্পেশাল (০৮৬৯৭/০৮৬৯৮) ট্রেন চলবে না। ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে হাওড়া-কান্তাবাঞ্জি/টিটলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেস (২২৮৬১/১২৮৭২) এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ইতওয়ারি-টাটানগর-নেতাজি সুভাষচন্দ্র বসু ইতওয়ারি এক্সপ্রেস (১৮১১০/১৮১০৯) ট্রেন বাতিল করা হয়েছে। একই দিনে চক্রধরপুর-রাউরকেলা-চক্রধরপুর মেমু স্পেশাল (০৮১৬৩/০৮১৬৪) এবং রাউরকেলা-টাটানগর-রাউরকেলা মেমু স্পেশাল (০৮১৪৫/০৮১৪৬) ট্রেনও বাতিল থাকবে।

   

শীতকালীন ভ্রমণের বিশেষ ট্রেন রেলের, দক্ষিণ ভারত ঘুরতে যাওয়ার সুবর্ণ সুযোগ

সংক্ষিপ্ত পথ চলা ট্রেনের তালিকা

২৩ ও ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে আসানসোল-টাটানগর-আসানসোল মেমু স্পেশাল (০৮১৭৩/০৮১৭৪) ট্রেন পুরুলিয়া পর্যন্ত চলবে এবং সেখান থেকেই যাত্রা শুরু করবে। ২২, ২৩ ও ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস (১৩৩০১/১৩৩০২) ট্রেন আদ্রা পর্যন্ত চলবে এবং সেখান থেকে যাত্রা শুরু করবে।

বিকল্প রুটে ট্রেন চলাচল

২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (২২৮৯২) ট্রেন কোটশিলা-রাজবেরা-জামুনিয়াতান্ড-আদ্রা-মেদিনীপুর-খড়গপুর রুট দিয়ে চলবে।

সময় পরিবর্তন করা ট্রেন

২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে হাওড়া থেকে ছাড়ার জন্য নির্ধারিত সিএসএমটি (মুম্বাই) দুরন্ত এক্সপ্রেস (১২২৬২) সকাল ৫:৪৫ এর পরিবর্তে সকাল ১১:৪৫-এ ছাড়বে।

যাত্রীদের উদ্দেশ্যে রেল (Indian Railway) কর্তৃপক্ষ জানিয়েছে যে, উন্নয়নমূলক কাজের জন্য এই সাময়িক পরিবর্তন অত্যন্ত জরুরি। যাত্রীদের সহমর্মিতার জন্য আবেদন জানিয়ে তারা এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।