বেতন সমস্যার জের, ফিফায় দ্বারস্থ হতে পারেন এই তারকা

চোখ ধাঁধানো ফুটবলের মধ্যে দিয়ে আইএসএল (ISL) শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচে জয় না আসলেও টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে অনায়াসেই তাঁরা আটকে…

Florent Ogier Set to Join Mohammedan SC
চোখ ধাঁধানো ফুটবলের মধ্যে দিয়ে আইএসএল (ISL) শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচে জয় না আসলেও টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী এফসি গোয়া (FC Goa) দলকে। তারপর তৃতীয় ম্যাচে‌ চেন্নাইয়িন এফসির (Chennaiyin  FC) বিপক্ষে আসে জয়। কিন্তু পরবর্তীতে বজায় থাকেনি সেই ধারা। সময় এগোনোর সাথে সাথেই একের পর এক ম্যাচে পরাজিত হতে হয়েছে সাদা-কালো ব্রিগেডকে। যার প্রভাব এসে পড়েছে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলে। বর্তমানে ১১ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তেরো নম্বরে রয়েছে কলকাতা ময়দানের এই প্রধান।

দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট হতাশ মহামেডান সমর্থকরা। এসবের মাঝেই এবার দেখা দিয়েছে আরেক সমস্যা। বর্তমানে নাকি বেতন সমস্যায় ভুগছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের তারকা ফুটবলার ফ্লোরেন্ট ওগিয়ার (Florent Ogier)। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, গত দুই মাস ধরেই নাকি ঠিকমতো বেতন পাচ্ছেন না এই ফরাসি ডিফেন্ডার। সেই নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করার চেষ্টা করলেও নাকি কাজের কাজ সেরকম কিছুই হয়নি। যারফলে এবার এই ইস্যুতে নাকি ফিফায় দ্বারস্থ হতে পারেন ওগিয়ার।

নিজের চোট প্রসঙ্গে কী বললেন মাদিহ তালাল? জানুন

   

সম্প্রতি এই তথ্য সামনে আসতেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সর্বত্র। বলাবাহুল্য, এই ফুটবল সিজনের শুরুতে চোট সমস্যার দরুন ছিটকে যেতে হয় দলের তারকা ফুটবলার আব্দুল কাদিরীকে। সেজন্য যুদ্ধকালীন তৎপরতায় নয়া বিদেশি চূড়ান্ত করার কাজে হাত দেয় সাদা-কালো ম্যানেজমেন্ট। এক্ষেত্রে একাধিক ফুটবলারদের নাম উঠে আসতে শুরু করলেও তা শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি। তারপর সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজেদের সোশ্যাল সাইট থেকে ঘোষণা করা হয় ওগিয়ারের যোগদানের কথা।

বাগানের বিরুদ্ধে এই লক্ষ্য গোয়ার কোচ মানোলো মার্কুয়েজের

ইতিমধ্যেই মহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে ছয়টি ম্যাচ খেলে ফেলেছেন এই তারকা ফুটবলার। এখনও পর্যন্ত নিজের জাত সেভাবে চেনাতে না পারলেও যতদূর শোনা যাচ্ছে, এই সিজনে তাঁর উপরেই ভরসা রাখছে রেড রোডের এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে আদৌও তিনি কতটা সফল হন এখন সেটাই দেখার।