নয়া ফুটবল মরসুমের কথা মাথায় রেখে মাদিহ তালালকে (Madih Talal) দলে সই করিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। যা নিঃসন্দেহে খুশি করেছিল লাল-হলুদ সমর্থকদের। ডুরান্ড কাপ (Durand Cup) হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ (ISL), প্রতিটি ক্ষেত্রেই দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হিসেবে উঠে আসতে শুরু করেন এই ফরাসি তারকা (France Footballer)। তৎকালীন কোচ কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে ডুরান্ড কাপে হতাশাজনক পারফরম্যান্স করার পর আইএসএলের শুরুটা খুব একটা ভালো না হলেও একক দক্ষতায় বারংবার সকলের নজর কেড়েছিলেন তালাল।
বাগানের বিরুদ্ধে এই লক্ষ্য গোয়ার কোচ মানোলো মার্কুয়েজের
পরবর্তীতে নব নিযুক্ত কোচ অস্কার ব্রুজনের তত্ত্বাবধানে ও একই ভঙ্গিমায় ধরা দেন এই ফরাসি মিডফিল্ডার। বলতে গেলে সাউল ক্রেসপোর পাশাপাশি দলের অন্যতম প্লে-মেকার হিসেবে উঠে আসতে থাকেন এই হেভিওয়েট ফুটবলার। যারফলে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ পর্ব চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে আইএসএলে ছন্দে ফেরা। প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। কিন্তু ছন্দ পতন হয় গত ওডিশা ম্যাচে। মরোক্কান তারকা হুগো বুমোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে গিয়ে গুরুতর জখম হন মাদিহ তালাল।
বছর শেষে ভারত পেল নতুন দায়িত্ব, অনুষ্ঠিত হবে এই ইভেন্ট
পায়ের যন্ত্রণায় মাঠে লুটিয়ে পড়ে আর্তনাদ করতে থাকেন এই তারকা। যারফলে তড়িঘড়ি করে স্ট্রেচার নিয়ে গিয়ে শুশ্রূষা করা হয় এই ফুটবলারের। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মাঠে ফেরার কয়েক মিনিটের মধ্যেই ফের মাঠে শুয়ে পড়েন এই তারকা। শেষ পর্যন্ত ক্র্যাচ নিয়ে স্টেডিয়াম ছাড়তে হয়েছিল তাঁকে। যা দেখে অনেকেই অনুমান করতে পেরেছিল যে দীর্ঘ সময় হয়তো মাঠের বাইরে থাকতে হবে এই তারকা ফুটবলারকে। সেটাই হয় এবার। গত বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল সাইট থেকে মাদিহ তালালের চোট নিয়ে অবস্থান স্পষ্ট করে দেয় ইস্টবেঙ্গল।
এই সমস্ত কিছু মাথায় রেখেই নিজের সোশ্যাল সাইট থেকে লাল-হলুদ জার্সিতে একটি ছবি আপলোড করেন এই ফরাসি তারকা। পাশাপাশি তিনি লেখেন, ” এইভাবে আমি কল্পনা করিনি যে আমার মরসুম শেষ হবে। আমার আবেগকে শব্দে প্রকাশ করা সত্যিই কঠিন। দলের জন্য আমার সবটুকু দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমি সেখানে থাকতে পারব না জেনে কিছুটা হতাশ হচ্ছি। তবে যা আমাকে এগিয়ে নিয়ে চলেছে তা হল আপনাদের সকলের অটুট ভালবাসা এবং সমর্থন – আমাদের সমর্থক, আমার শুভাকাঙ্ক্ষী, আমার পরিবার।”
বড়দিনে সমর্থকদের কী উপহার দেবেন মোলিনার ছাত্ররা?
তিনি আরও বলেন, ” আপনাদের সকলের বার্তা এবং প্রার্থনা আমার কাছে যথেষ্ট ইতিবাচক। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই রিকভারি সেশনে আমি আমার সমস্ত কিছু দেব এবং আগের চেয়ে আরও শক্তিশালী এবং আরও ভাল হয়ে ফিরে আসব। সবকিছুর জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।”