কেন ভেঙে পড়েছিল চপার? সিডিএস রাওয়াতের মৃত্যুর তিন বছর পর প্রকাশ্যে এল রিপোর্ট

নয়াদিল্লি: ২০২১ সালের ৮ ডিসেম্বর৷ চপার দুর্ঘটনায় প্রাণ হারান ভারতের তৎকালীন প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিল রাওয়াত৷ মাঝ আকাশে ভেঙে পড়ে এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার৷ তামিলনাড়ুর কুনুরের…

Human Error Caused Chopper Crash

short-samachar

নয়াদিল্লি: ২০২১ সালের ৮ ডিসেম্বর৷ চপার দুর্ঘটনায় প্রাণ হারান ভারতের তৎকালীন প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিল রাওয়াত৷ মাঝ আকাশে ভেঙে পড়ে এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার৷ তামিলনাড়ুর কুনুরের কাছে পাহাড়ি অঞ্চলের উফর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে৷ চালকের ভুলেই যে সেদিন দুর্ঘটনাটি ঘটেছিল৷ চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়তের মৃত্যুর তিন বছর পরে প্রকাশ্যে এল সেই পোর্ট। (Human Error Caused Chopper Crash)

   

মৃত্যু হয়েছিল মধুলিকা রাওয়াতেরও Human Error Caused Chopper Crash

ওই হেলিকপ্টারে মোট ১৪ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ১২ জনেরই মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও৷ কপ্টারের চালক গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং-কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে শেষ রক্ষা হয়নি৷ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। সে দিন তামিলনাড়ুর সুলুর থেকে ওয়েলিংটনের পথে উড়ান দিয়েছি সেনার এমআই- ১৭, ভি- ৫ হেলিকপ্টার। সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে সফর শেষে ডিনারে যোগ দিতে যাচ্ছিলেন সস্ত্রীক সিডিএস-সহ ১৪ জন। দুর্ঘটনার পর ফায়ার দমকলবাহিনী ও উদ্ধারকারী দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। হেলিকপ্টার দুর্ঘটনার পিছনে যান্ত্রিক ত্রুটি দায়ী ছিল, নাকি অন্য কারণ, তা খতিয়ে দেখতে তদন্ত চালানো হয়।

নীলগিরি পাহাড়ে ভেঙে পড়ে চপার Human Error Caused Chopper Crash

প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ‘১৩তম প্রতিরক্ষা পরিকল্পনা’ সংক্রান্ত রিপোর্টে ভারতীয় বায়ুসেনার মোট ৩৪টি বিমান এবং কপ্টার দুর্ঘটনার খতিয়ান পেশ করা হয়েছে। তাতেই উঠে এসেছে ওই তথ্য।

৮ ডিসেম্বর বেলা ১২টা বেজে ৪০ মিনিট নাগাদ নীলগিরির একটি চা- বাগানের উপর ভেঙে পড়ে সিডিএস-এর চপার। সে দিন আবহাওয়া খারাপ ছিল৷  হেলিকপ্টারটি পাহাড়ের উপর একটি গাছে ধাক্কা মারে৷ তার পরই তাতে আগুন ধরে যায় এবং সেটি মাটিতে আছড়ে পড়ে।  এক স্থানীয় বাসিন্দা জানান, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার থেকে এক ব্যক্তি বেরিয়ে আসার চেষ্টা করছিলেন৷ ততক্ষণে অবশ্য তাঁর শরীরের অনেকটাই পুড়ে গিয়েছে৷ ওই ব্যক্তি আর কেউ নন, প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। এই ঘটনার তিন বছর পর প্রতিরক্ষা মন্ত্রকের রিপোর্টে দুর্ঘটনার জন্য তাঁকেই দায়ী করা হল৷ 

Bharat: 2021 Mi-17 V5 chopper crash: Report on CDS Gen Bipin Rawat’s fatal incident blames pilot error. 14 onboard, 12 killed, including Rawat’s wife. Investigation into mechanical faults continues.