৮ জেলায় বৃষ্টির ভ্রুকুটি! ফিরবে শীত? কেমন কাটবে বড়দিন?

কলকাতা: শীতের আমেজ ভেস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। শুক্রবার থেকে কলকাতা-সহ দক্ষিণের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস৷  বৃষ্টি হবে উত্তরবঙ্গেও৷ আর এই হাওয়া…

Winter weather in Bengal

কলকাতা: শীতের আমেজ ভেস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। শুক্রবার থেকে কলকাতা-সহ দক্ষিণের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস৷  বৃষ্টি হবে উত্তরবঙ্গেও৷ আর এই হাওয়া বদলের নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ৷ যার জেরে বেড়ে গিয়েছে তাপমাত্রাও৷ আগামী চারদিন আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই৷ তবে এর পর থেকে ফের নামতে শুরু করবে পারদ৷ বড়দিনের আগেই শীতের কামব্যাক ঘটবে বলে আশাবাদী আবহবিদেরা৷ (Winter rain Southern Bengal)

কোন কোন জেলায় বৃষ্টি? Winter rain Southern Bengal

আজ, শুক্রবার ও আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ৷ 

   

বড়দিনে কেমন থাকবে আবহাওয়া?Winter rain Southern Bengal

শনিবার সামান্য বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে শনিবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে বলে ইঙ্গিত। তবে আগামী বুধবার, অর্থাৎ বড়দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা এখনও নেই। ২৫ ডিসেম্বর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে৷ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি বেশি।  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি।

 

তবে পশ্চিমের পুরুলিয়ায় তাপমাত্রা নেমেছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরের দার্জিলিঙেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং ন্যূনতম ৪১ শতাংশ থাকবে৷ 

 West Bengal: Winter interrupted as rain is expected in Southern Bengal due to low pressure. Alipore Weather Office predicts rain in Kolkata and 8 districts. Temperatures rise amid weather change.