জয়পুর: জয়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ শুক্রবার সকালে ‘পিঙ্ক সিটি’র একটি পেট্রোল পাম্পের কাছে এলপিজি ও সিএনজি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ ঘটনাস্থলেই আগুন পুড়ে মৃত্যু হয় পাঁচ জনের৷ আহতের সংখ্যা প্রায় ৩৫৷ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের ২০টিরও বেশি ইঞ্জিন৷ (2 Trucks Collide Fire in Jaipur)
খুব সকালে দুর্ঘটনা 2 Trucks Collide Fire in Jaipur
শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ আজমের রোডের উপর একটি পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে৷ স্থানীয় সূত্রে খবর, সেখানে একটি সিএনজি ট্যাঙ্কার দাঁড় করানো ছিল৷ একটি ট্রাক এসে ওই ট্যাঙ্কারটিকে ধাক্কা মারলে ট্যাঙ্কারটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। সেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশেপাশে থাকা কয়েকটি গাড়িতে৷ কালো ধোঁয়ায় ভরে যায় আকাশ৷
ব্যাপক ক্ষয়ক্ষতি 2 Trucks Collide Fire in Jaipur
অগ্নিদগ্ধদের মধ্যে ১২-১৫ জনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ দমকল ও পুলিশ প্রশাসন দ্রুত উদ্ধারকাজ শুরু করে দেয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবে দুর্ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে উদ্ধারকাজে কিছুটা দেরি হচ্ছে বলে জানানো হয়েছে।
জয়পুরের জেলাশাসক জিতেন্দ্র সোনি জানিয়েছেন, প্রায় ৪০টি গাড়ি আগুনে পুড়ে গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকল ও অ্যাম্বুল্যান্স। উদ্ধারকাজ চলছে। আগুন নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়েছে৷
বহু ট্রাকে আগুন 2 Trucks Collide Fire in Jaipur
প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, দুর্ঘটনার জন্য ওই ট্রাকটি রাসায়নিক পদার্থে ভর্তি ছিল। যার জেরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং একাধিক গাড়ি ও ট্রাকে আগুন লেগে যায়। তবে, কতগুলো ট্রাক আগুনে পুড়ে গিয়েছে, তা এখনও নিশ্চিত করা হয়নি।
স্থানীয় থানার স্টেশন হাউস অফিসার (SHO) মনীশ গুপ্ত সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, “আগুনে একাধিক ট্রাক পুড়ে গিয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকের সংখ্যা এখনো সঠিকভাবে জানা সম্ভব হয়নি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’’
Bharat: Jaipur fire tragedy. LPG and CNG trucks collide near petrol pump, causing a massive fire. Five lives lost and 20 injured. Over 20 fire engines are battling the blaze.