চলতি মরসুমের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ডুরান্ড কাপে চূড়ান্ত সাফল্য না আসলেও জোসে মোলিনার (Jose Molina) তত্ত্বাবধানে বর্তমানে আইএসএলে দারুন ছন্দে রয়েছে দল। তবে শুরুটা খুব একটা ভালো ছিল না বাগানের। কিন্তু ম্যাচ এগোনোর সাথে সাথেই দুরন্ত ছন্দে ধরা দেয় সবুজ-মেরুন। এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের এই প্রথম ডিভিশন লিগে টানা আটটি ম্যাচে অপরাজিত রয়েছে বাগান ব্রিগেড। গত দুইটি হোম ম্যাচে দক্ষিণের দুই শক্তিশালী ফুটবল ক্লাবকে পরাজিত করেছে গতবারের শিল্ড জয়ীরা।
জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্সদের দাপুটে পারফরম্যান্সের সামনে কার্যত খরকুটোর মত উড়ে গিয়েছে চেন্নাইয়িন এফসি এবং কেরালা ব্লাস্টার্স এফসি। বলাবাহুল্য, গত কেরালা ম্যাচে একটা সময় পিছিয়ে যেতে হয়েছিল ময়দানের এই প্রধানকে। সেখান থেকেই পরবর্তীতে ম্যাচে ফিরে এসে জয় সুনিশ্চিত করে আলবার্তো রদ্রিগেজরা। দলের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে অনেকটাই খুশি করেছে বাগান সমর্থকদের। এবার অ্যাওয়ে ম্যাচে সেই ধারা বজায় রাখার লড়াই। সেইমতো শুক্রবার সন্ধ্যায় ফতোরদা স্টেডিয়ামে পরবর্তী ম্যাচ খেলবে মেরিনার্সরা।
যেখানে লড়াই করতে হবে মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার সঙ্গে। সেইমতো গত কয়েকদিন আগেই গোয়া এসে গিয়েছে গোটা বাগান দল। গ্ৰেগ স্টুয়ার্ট আপাতত এই ম্যাচে খেলতে না পারলেও তাঁকে গোয়া উড়িয়ে নিয়ে এসেছে ম্যানেজমেন্ট। কারুর কাছেই লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। তবে মাঠে নামার আগে বাগান কোচ জোসে মোলিনার ভূয়সী প্রশংসা করলেন আরেক স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজ। প্রথমেই দলের প্রশংসা করে তিনি বলেন, ” এই সিজনের শুরু থেকেই মোহনবাগান সুপার জায়ান্ট যথেষ্ট ভালো ফুটবল খেলে আসছে। সময় যত এগোচ্ছে সকলেই নিজের জাত চেনাচ্ছে। আমার মতে ওরা এই বছর আইএসএলের লিগ শিল্ড জয়ের প্রধান দাবিদার।”
সেইসাথে কোচ প্রসঙ্গে তিনি বলেন, “বাগান কোচ জোসে মোলিনা ড্রেসিং রুম খুব ভালোভাবে পরিচালনা করছেন।কারণ এই ধরনের দলে সবচেয়ে কঠিন কাজ হল ড্রেসিংরুম পরিচালনা করা। তিনি অতি পরিস্থিতি অনুযায়ী সমস্ত কিছু করে আসছেন। যার প্রভাব দলের পারফরম্যান্সে পড়ছে।”