বৃহস্পতি থেকে কোথায় ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর ম্যাচের টিকিট পাবেন? জেনে নিন

আগামী শনিবার নিজেদের ঘরের মাঠে পরবর্তী ম্যাচ (ISL) খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী জামশেদপুর এফসির (Jamshedpur FC)…

East Bengal FC Footballer PV Vishnu selected as Player of the Month in ISL

আগামী শনিবার নিজেদের ঘরের মাঠে পরবর্তী ম্যাচ (ISL) খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিপক্ষে। গত পাঞ্জাব (Punjab FC) ম্যাচের পর ঘরের মাঠে এই ম্যাচ জেতাই অন্যতম লক্ষ্য অস্কার ব্রুজোর (Oscar Bruzon)। সেইমতো গোটা দলকে অনুশীলন করাচ্ছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। আগত এই ম্যাচ জিতলে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান অনেকটাই পরিবর্তন করে ফেলবে চলতি মরশুমে দীর্ঘ সময় ধরে লিগ টেবিলের তলানিতে থাকা এই দোল। সেদিকেই নজর সকল সমর্থকদের (East Bengal FC Supporters)। সমর্থকদের উদ্দেশ্যে শুরু হল এই ম্যাচের টিকিট বিক্রি (Match Ticket)।

শুনেই আঁতকে উঠলেন দুই প্রধানের সমর্থকরা, স্থগিত হচ্ছে আসন্ন কলকাতা ডার্বি!

   

সেইমতো বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে যাবে এই ম্যাচের অফলাইন টিকিট বিক্রি। বুধবার রাতে সেই সম্পর্কিত তথ্যই আপলোড করা হয় ইস্টবেঙ্গলের অফিসিয়াল সাইটে। দিন কয়েক আগে থেকেই অনলাইনে বিকোতে শুরু করেছিল ছিল ম্যাচের টিকিট। এবার ১৯ ডিসেম্বর থেকে মিলতে চলেছে অফলাইন টিকিট। ঘোষণা অনুযায়ী ১৯শে ডিসেম্বর থেকে ২০শে ডিসেম্বর পর্যন্ত রুবির ইস্টবেঙ্গল বক্স অফিস থেকে মিলবে এই হাইভোল্টেজ ম্যাচের অফলাইন টিকিট। এক্ষেত্রে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন লাল-হলুদ সমর্থকরা।

বাদ পড়েছেন সিংটো, কে হবেন হায়দরাবাদ এফসির নতুন কোচ?

পাশাপাশি সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের ১ নম্বর গেট থেকে ও টিকিট সংগ্রহ করতে পারবেন তাঁরা। এক্ষেত্রে ও সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিলবে ম্যাচ টিকিট। অফলাইন টিকিটের পাশাপাশি অনলাইন টিকিট রিডিম ও করতে পারবেন সকল সমর্থকরা। তবে এই পরিষেবা মিলবে আগামী ২০শে ডিসেম্বর পর্যন্ত। যারফলে অনায়াসেই নিজেদের সুবিধা অনুযায়ী টিকিট সংগ্রহ করতে পারবে আপামর মশাল বাহিনী।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by East Bengal FC (@eastbengalfootballclub)

চোটের সমস্যার জন্য গত দুই ম্যাচে লাল-হলুদ জার্সিতে মাঠে নামতে পারেননি সাউল ক্রেসপো এবং দিমিত্রিয়স। তবে সময়ের সাথে সাথেই এই দুই তারকা ফুটবলার ক্রমশ সুস্থ হয়ে উঠছেন বলে জানা গিয়েছে।