গত মরসুমের মত এবারও খুব একটা ছন্দে নেই হায়দরাবাদ এফসি ( Hyderabad FC)। সেবার ইন্ডিয়ান সুপার লিগের একেবারে তলানিতে থেকেই সিজন শেষ করেছিল নিজামের শহরের ফুটবল দল। সেই হতাশা ভুলে এবার ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য ছিল আইএসএল জয়ী এই দলের। তবে আগের বছর থেকেই অর্থনৈতিক সমস্যা যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের ক্ষেত্রে। যারফলে এবার ডুরান্ড কাপ থেকে নাম প্রত্যাহার করার পাশাপাশি দেশের প্রথম ডিভিশনের টুর্নামেন্ট খেলা নিয়েও দেখা দিয়েছিল ধোঁয়াশা। তারপর শেষ মুহূর্তে এসে নয়া ইনভেস্টর পায় হায়দরাবাদ।
তারপর শুরু হয় আইএসএল খেলার প্রস্তুতি। এক্ষেত্রে গতবারের মতো এই সিজনে ও ভারতীয় কোচ থাংবোই সিংটোর উপরেই ভরসা রেখেছিল নয়া ম্যানেজমেন্ট। পরবর্তীতে তাঁর নির্দেশ মতোই দেশি ও বিদেশি ফুটবলারদের সই করায় হায়দরাবাদ এফসি। দলের অধিনায়ক নির্বাচিত করা হয় দেশের তরুণ তারকা অ্যালেক্স সাজিকে। কিন্তু শেষ মুহূর্তে দল গঠনের কাজ শুরু করায় প্রি-সিজন করায় প্রি-সিজন করার ও সময় পায়নি আইএসএলের এই ফুটবল ক্লাব। পরবর্তীতে ম্যাচ যত এগিয়েছে দলের সঙ্গে যুক্ত হতে শুরু করেন বিদেশি ফুটবলাররা।
তবে অধিকাংশ ক্ষেত্রেই হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় দলের ফুটবলারদের। যারফলে ১১ ম্যাচে ৭ পয়েন্ট টেবিলের বারো নম্বরে রয়েছে নিজামের শহরের এই ফুটবল ক্লাব। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের দরুন একাধিকবার কোচ বদলের দাবি উঠতে শুরু করেছিল সমর্থকদের মধ্যে। অবশেষে সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। গত বুধবার নিজেদের সোশ্যাল সাইট থেকে থাংবোই সিংটোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দেওয়া হয় তাঁদের তরফে।
কিন্তু কে হবেন নতুন কোচ? সেই নিয়ে থেকে গিয়েছে ধোঁয়াশা। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে আইএসএলের এই ফুটবল দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে দুই হাইপ্রোফাইল। যাদের মধ্যে অন্যতম স্টাইকোস ভার্গেটিস। বলাবাহুল্য, গত মরসুমে পাঞ্জাব এফসির দায়িত্ব পালন করেছিলেন এই গ্ৰীক কোচ। পরবর্তীতে তাঁকে বিদায় জানিয়ে ডিলমপেরিসের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। এছাড়াও এই তালিকায় রয়েছে জোয়াও জেনেরিওর নাম। শেষ পর্যন্ত কার হাতে ওঠে দলের দায়িত্ব, এখন সেটাই দেখার।