Purba Bardhaman: বর্ধমানকে ‘কর্পোরেশন’ বলে দলেই হাসির খোরাক BJP সাংসদ আলুয়ালিয়া

বর্ধমান এখনও পুরনিগম নয়, পৌরসভা। আর সাংসদ আলুওয়ালিয়া বলে দিলেন ‘কর্পোরেশন’! এর জেরে প্রবল অস্বস্তিতে বিজেপি। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) সদর শহর বর্ধমান জুড়ে হাসির…

Purba Bardhaman: বর্ধমানকে 'কর্পোরেশন' বলে দলেই হাসির খোরাক BJP সাংসদ আলুয়ালিয়া

বর্ধমান এখনও পুরনিগম নয়, পৌরসভা। আর সাংসদ আলুওয়ালিয়া বলে দিলেন ‘কর্পোরেশন’! এর জেরে প্রবল অস্বস্তিতে বিজেপি। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) সদর শহর বর্ধমান জুড়ে হাসির খোরাক এখন সাংসদ।

Advertisements

‘দেখাই যায় না বর্ধমানে, ও কিছু জানে নাকি! উড়ে এসে জুড়ে বসেছে। আবার সামনের কোনও লোকসভা ভোটে একটা জায়গা বেছে নেবে।’ সাংসদ সুরিন্দর সিং আলুয়ালিয়াকে নিয়ে এমনই কটাক্ষ খোদ বর্ধমানের বিজেপি সমর্থক ও কর্মীদের মধ্যে ছড়িয়ে গেল ফের।

   

মঙ্গলবার আলুয়ালিয়া দীর্ঘ অনুপস্থিতির পরে বর্ধমানে আসেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এদিন বর্ধমান পৌরসভা ভোটের জন্য বিজেপির ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে অংশ নেন।

এই ইস্তাহার প্রকাশেই সাংসদ নিজ এলাকা সম্পর্কে তাঁর সংযোগহীনতা আরও প্রকট করেছেন। বিজেপির প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান সাংসদ। তিনি বলেন, বর্ধমান কর্পোরেশনের উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হবে ইস্তাহারে সব লেখা আছে। এর পরেই তিনি সেগুলি পড়ে শোনান।

এখানেই বিপত্তি! সাংসদ আলুওয়ালিয়া বলে দিলেন বর্ধমান কর্পোরেশন! এতেই দলের অভ্যন্তরে হাসির খোরাক হয়ে গেলেন ফের। এমনিতেই বিজেপি নেতা কর্মীদের বড় অংশের অভিযোগ, লোকসভার ভোটে ফ্লুকে জিতে গিয়েছিলেন আলুওয়ালিয়া। তিনি বেপাত্তা থাকেন, মাঝে মধ্যে আসেন।

Advertisements

ইস্তাহার প্রকাশে আরও একটি ‘ব্লান্ডার’ ঘটিয়েছেন আলুওয়ালিয়া এমনই জানাচ্ছেন বর্ধমান বিজেপি সমর্থকরা। তিনি শহরের ৩৫টি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। আর পৌরভোটে ৩৩টি ওয়ার্ডে লড়াই করছে বিজেপি!

তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি শূন্য হয়ে গেছে বর্ধমানে। আর বামফ্রন্টের দাবি, বিজেপি নামবে তিন নম্বরে। মূল লড়াই হবে টিএমসির সঙ্গে। আর টিএমসির দাবি, বামেদের পুরনো ভোটব্যাংক বামেদের ফিরছে এই ট্রেন্ড পুরিগম ভোটে দেখা গেছে।

বর্ধমানে নিখোঁজ কেন থাকেন? এই প্রশ্নের জবাবে সাংসদ আলুওয়ালিয়া অস্বস্তিতে পড়ে যান। তিনি জানান,পৌরভোটে তেমন অংশ কোনও দিনই নেননি। কিছুটা ট্যাকটিস খাটান।