থাংবোই সিংটোকে বিদায় জানাল হায়দরাবাদ এফসি

চলতি আইএসএলের শুরুটা খুব একটা ভালো হয়নি হায়দরাবাদ এফসির (Hyderabad FC)। প্রথম থেকেই একের পর এক ম্যাচে পরাজিত হতে হয়েছে নিজামের শহরের এই ফুটবল দলকে।…

Thangboi Singto

চলতি আইএসএলের শুরুটা খুব একটা ভালো হয়নি হায়দরাবাদ এফসির (Hyderabad FC)। প্রথম থেকেই একের পর এক ম্যাচে পরাজিত হতে হয়েছে নিজামের শহরের এই ফুটবল দলকে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে দল যে শীঘ্রই ঘুরে দাঁড়াবে সেই নিয়ে আশাবাদী সকলে। সেজন্য গতবারের মতো এবারও ভারতীয় কোচ থাংবোই সিংটোর (Thangboi Singto) উপরেই ভরসা রেখেছিল হায়দরাবাদ ম্যানেজমেন্ট। গত বছর সীমিত শক্তি নিয়েই লড়াই করেছিল এই ফুটবল ক্লাব। পয়েন্ট টেবিলের তলানিতে থাকতে হলেও খেলোয়াড়দের পারফরম্যান্স মন জয় করেছিল সকলের।

কিন্তু তবে নতুন সিজনের শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা কার্যকরী হয়নি। একের পর এক ম্যাচের শেষে মিলেছে হতাশা। মাঝে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় আসলেও সেটা বজায় থাকেনি। সেই জয়ের পর এখনও পর্যন্ত টানা সাতটি ম্যাচে পরাজিত হয়েছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সে কার্যত বিরক্ত ছিল হায়দরাবাদ ম্যানেজমেন্ট। গত কয়েক সপ্তাহ ধরেই কোচ বদলের দাদিও উঠতে শুরু করেছিল সমর্থকদের মধ্যে।

   

Hyderabad FC coach Thangboi Singto

অবশেষে সেটাই হল এবার। বুধবার বিকেলে নিজেদের সোশ্যাল সাইট থেকে থাংবোই সিংটোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিল হায়দরাবাদ এফসি। বলাবাহুল্য, শেষ ফুটবল মরসুম থেকেই নিজামের শহরের এই দলের দায়িত্ব পালন করে আসছিলেন সিংটো। চূড়ান্ত সাফল্য না পেলেও সীমিত শক্তি নিয়ে তাঁদের লড়াই প্রশংসা কুড়িয়েছিল সকলের। এবার অর্থনৈতিক পরিস্থিতির মোকাবিলা করে শেষ মুহূর্তে আইএসএল খেলতে আসে হায়দরাবাদ। প্রাক মরসুম প্রস্তুতি সময় না পেলেও ম্যাচ যত এগিয়েছে দলের সঙ্গে যুক্ত হয়েছে একাধিক বিদেশি।

কিন্তু তাতেও বদলায়নি পরিস্থিতি। বর্তমানে ১১ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের বারো নম্বরে রয়েছে হায়দরাবাদ। সময় যত এগোচ্ছে টুর্নামেন্টের প্রথম ছয়ে উঠে আসার রাস্তা কঠিন হয়ে উঠছে তাঁদের কাছে‌। যারফলে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয় এই ফুটবল দল। কিন্তু কে হবেন নতুন কোচ? যদিও সেটা এখনো স্পষ্ট নয়। মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।