ঘড়িতে মেরেকেটে চারটা বাজে। আর পাঁচটা দিনের মতো স্বাভাবিক নিয়মেই চলছিল মুম্বইয়ের (Mumbai) লোকাল ট্রেনটি (Mumbai local train)। কিন্তু ট্রেনের এই সফরে যা ঘটতে চলেছিল, তা কখনও কল্পনাও করতে পারেননি যাত্রীরা। মুহূর্তেই এক তাজ্জব কাণ্ড ঘটল, যা শহরের এক কোণায় এখন রীতিমতো আলোচনা সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে।
অম্বেদকর বিতর্কে শাহের পাশে মোদী, ধুয়ে দিলেন কংগ্রেসকে
Mumbai Local Viral Video, naked man in mumbai local train pic.twitter.com/kjTGnnCkyd
— Chinmay jagtap (@Chinmayjagtap18) December 17, 2024
মনিপুরে উদ্ধার স্টারলিঙ্কের স্যাটেলাইট, ভারতের জন্য কী নয়া ‘চক্রান্ত’ মাস্কের?
এদিন এক যুবক নগ্ন অবস্থায় মহিলা কামরায় উঠে পড়ে এবং সেখানে প্রবেশের পর তার আচরণ ছিল একেবারে অস্বাভাবিক। অভিযোগ, যুবকটির গায়ে কোনো কাপড় ছিল না, বরং তার শরীরে ছিল কেবল একটি সুতোর টুকরো, যা তার নগ্নতা আড়াল করতে অক্ষম ছিল। তার এমন অবস্থায় ট্রেনে মহিলাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। যুবকটি সে সময় গেটের সামনে দাঁড়িয়ে যাত্রীদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করে, যা উপস্থিত মহিলাদের কাছে অতি দুর্বিষহ এবং অসম্মানজনক ছিল।
ফিফা অ্যাওয়ার্ডসে ‘ইতিহাস’ গড়ল ভারতীয় ফুটবলার ডালিমা ছিব্বর!
এমন পরিস্থিতি দেখে যাত্রীরা শঙ্কিত হয়ে পড়েন এবং কেউ কেউ তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু যুবকটির আচরণ ছিল অত্যন্ত বেপরোয়া। সে যেন নিজের আচরণের জন্য একেবারেই অনুতপ্ত ছিল না। এরপর একাধিক যাত্রী ট্রেনের কন্ডাক্টর ও নিরাপত্তা কর্মীদের বিষয়টি জানানোর চেষ্টা করেন, কিন্তু ঘটনাটি এত দ্রুত ঘটে যায় যে, নিরাপত্তা কর্মীরা প্রথমে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন।