Bangladesh News: শীর্ষ ভারতীয় জঙ্গি পরেশ বড়ুয়ার ফাঁসি রদ বাংলাদেশে, অসমে তীব্র আলোড়ন

ভারতীয় জঙ্গি তথা আলফা (স্বাধীনতা)/ ULFA-I সংগঠনের পরেশ বড়ুয়ার (Paresh Baruah) সঙ্গে যোগসাজসে বিপুল আগ্নেয়াস্ত্র পাচারের যে দশ ট্রাক অস্ত্র পাচার (10-Truck Arms and Ammunition…

Paresh Baruah life sentence

ভারতীয় জঙ্গি তথা আলফা (স্বাধীনতা)/ ULFA-I সংগঠনের পরেশ বড়ুয়ার (Paresh Baruah) সঙ্গে যোগসাজসে বিপুল আগ্নেয়াস্ত্র পাচারের যে দশ ট্রাক অস্ত্র পাচার (10-Truck Arms and Ammunition Haul in Chittagong) মামলা চলছে (Bangladesh) বাংলাদেশে। সেই মামলায় মোস্ট ওয়ান্টেড ভারতীয় জঙ্গি নেতার ফাঁসির আদেশ রদ হয়ে গেল। একই মামলায় প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হলেন খালাস। তিনি ছিলেন খালেদা জিয়ার সরকার তথা বিএনপি সরকারের আমলে বাংলাদেশের বিতর্কিত মন্ত্রী। (Paresh Baruah escapes death penalty)

পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড Paresh Baruah escapes death penalty

চট্টগ্রামে বহুল আলোচিত এই অস্ত্র চোরাচালানের এই মামলায় আলফা জঙ্গি সংগঠনের সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দিয়ে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। বড়ুয়া কখনো মায়ানমার ও কখনো চিনে থাকে বলে জানা গেছে। সে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্নিত। আলফা সংগঠনটি একাধিক নাশকতা ও গণহত্যায় জড়িত।

   

বাংলাদেশে বহুল আলোচিত ভারত বিরোধী জঙ্গি ষড়যন্ত্র চট্টগ্রামের “১০ ট্রাক অস্ত্র মামলা”। এই মামলায়য় বাবরসহ ৭ আসামি খালাস। এরা সবাই শেখ হাসিনার আমলে জেলে গেছিলেল। গত ৫ আগস্ট গণবিক্ষোভে হাসিনার পতন হয়। এরপর তার আমলে বিভিন্ন নাশকতা ও ষড়যন্ত্র মামলায় বন্দিরা খালাস পাচ্ছে।

কী এই ১০ ট্রাক অস্ত্র মামলা? Paresh Baruah escapes death penalty

বাংলাদেশে খালেদা জিয়ার সরকারের অভ্যন্তরে সুকৌশলে সংযোগ স্থাপন করেছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফা। পরিকল্পনা মাফিক চট্টগ্রাম বন্দর থেকে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র চোরাচালানের সবুজ সংকেত আসে। ২০০৪  সালের ১লা এপ্রিল চালান হস্তান্তর হওয়ার আগেই পর্দা ফাঁস হয়। বন্দরের নিরাপত্তারক্ষীরা আটক করেন বহু পেটি। আগ্নেয়াস্ত্র বোঝাই সেই পেটিগুলি নিয়ে যেতে দশটি ট্রাক লেগেছিল। এই কারনে নাম দশ ট্রাক অস্ত্র মামলা। বিপুল পরিমাণ সেই চোরাই আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর ঘটনাস্থলে গিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতফুজ্জামান বাবর। তবে কাউকেই ধরা যায়নি। প্রশ্ন উঠতে থাকে সরকারের ভূমিকা নিয়েই।

বিএনপি সরকারের পতনের পর আওয়ামী লীগ আমলে এই মামলার তিন প্রধান আসামী পরেশ বড়ুয়া ওরফে কামারুজ্জামান, লুৎফুজ্জামান বাবর ও জামাত ইসলামির শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ হয়। নিজামীর দেশদ্রোহের অন্য মামলায় ফাঁসি হয়।

ছদ্মবেশে পরেশ বড়ুয়া অস্ত্র ঢুকেছিল বাংলাদেশে Paresh Baruah escapes death penalty

এই মামলায় বাংলাদেশের ৫ প্রাক্তন সেনা কর্মকর্তা ফাঁসির আসামী। তদন্তে উঠে আসে সরকারের অভ্যন্তর থেকে সেনাবাহিনীর ভিতরে চক্রান্তের জাল ছড়িয়েছিল আলফা। পলাতক পরেশ বড়ুয়া ওরফে কামারুজ্জামান ওরফে নুরুজ্জামানও। জানা গেছিল আলফা জঙ্গি প্রধান পরেশ বড়ুয়া অসমসহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে হামলার জন্য বিপুল আগ্নেয়াস্ত্র বাংলাদেশের চট্টগ্রাম থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে সেই চালান ধরা পড়ে যায়।

Bangladesh: 10-Truck Arms Case: ULFA leader Paresh Baruah escapes death penalty, sentenced to life imprisonment. Former Bangladesh Minister Lutfozzaman Babar acquitted. Controversy stirs.