‘শোলে’-র জয়-বীরুর ছোঁয়া, দেব-যিশুর জুটি মাতাল ‘খাদান’-এর ট্রেলারে

অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল সুপারস্টার দেব (Dev) অভিনীত ‘খাদান’-এর ট্রেলার (Khadan Trailer)। টেকনিক্যাল সমস্যার কারণে ১৫ ডিসেম্বর নির্ধারিত তারিখে ট্রেলার মুক্তি না পেলেও দেব…

Khaadan-trailer

অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল সুপারস্টার দেব (Dev) অভিনীত ‘খাদান’-এর ট্রেলার (Khadan Trailer)। টেকনিক্যাল সমস্যার কারণে ১৫ ডিসেম্বর নির্ধারিত তারিখে ট্রেলার মুক্তি না পেলেও দেব তার প্রতিশ্রুতি রেখেছেন। ট্রেলারের আড়াই মিনিটে ভরপুর অ্যাকশন, তুখোড় সংলাপ আর কয়লা খনির রহস্যময় কাহিনি উঁকি দিয়েছে। সিনেমাটি মুক্তি পেতে আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। আগামী শুক্রবার থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে এই দুর্দান্ত অ্যাকশন ড্রামা।

‘খাদান’ (Khadan) ছবিতে দেব দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। একদিকে তিনি শ্যাম মাহাতো, অন্যদিকে শ্যামের ছেলে। ট্রেলারে দেখা গেল, শ্যাম এবং মোহন যেন ‘শোলে’র জয়-বীরুর মতো একে অপরের পরিপূরক। শ্যামের রাগ এবং শক্তি, আর মোহনের বুদ্ধি মিলে কয়লা খনির সাম্রাজ্য তৈরি। তবে এই রাজার রাজা কে? এই প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে ছবির মুক্তি পর্যন্ত। 

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Surinder Films (@surinderfilms)

ট্রেলারের (Khadan Trailer) একটি দৃশ্যে দেবের সংলাপ, ‘যা যা বলে দে, তোর বাপ এসেছে…’ ইতিমধ্যেই ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। আরেকটি সংলাপে শোনা যায়, ‘ক্ষুধার্ত বাঘ আর শ্যাম মাহাতোর রাগ থেকে সাবধান থাক।’ দেবের এই তীক্ষ্ণ সংলাপ এবং অ্যাকশন দৃশ্য ভক্তদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

ছবিতে যিশু সেনগুপ্তকে (Jisshu Sengupta) দেখা যাবে মোহনের ভূমিকায়। শ্যাম এবং মোহন একসঙ্গে মিলে কয়লা খনির দুর্ধর্ষ কাহিনি তৈরি করে। অন্যদিকে শ্যামের স্ত্রী যমুনার চরিত্রে রয়েছেন বরখা বিশত এবং শ্যামের ছেলের ভালোবাসার চরিত্রে ইধিকা পাল। যিশুর বিপরীতে অভিনয় করছেন স্নেহা বসু। ছবিতে দেব, যিশু, বরখা, ইধিকার পাশাপাশি আরও রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য এবং বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতারা। প্রত্যেকেই তাদের চরিত্রে নতুন মাত্রা যোগ করেছেন।

‘খাদান’ (Khadan) ছবিটির প্রচারে গোটা বাংলা ঘুরে বেড়িয়েছেন দেব ও তার সহঅভিনেতারা। ছবির ট্রেলার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পরও ভক্তদের মধ্যে উৎসাহ একটুও কমেনি। ট্রেলার (Khadan Trailer) মুক্তির আগে দেব তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ক্যাপশন শেয়ার করেন, ‘সাপ কাটলে মানুষ মরে, লোভ সেই সাপের মণি। শাক দিয়ে ঢাকছ মাছ, বলবে কথা কয়লা খনি।’ এই রহস্যময় ক্যাপশন দেখে ছবির প্রতি দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।

দেবের (Dev) সংলাপ, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি?’ ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনার স্রোত বইয়ে দিয়েছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবিটি দেখার জন্য।

সিনেমাটি প্রেক্ষাগৃহে কেমন সাড়া ফেলবে তা জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত। তবে ট্রেলারের ঝলকে যা দেখা গেল, তা থেকে এক কথায় বলা যায় দেবের ‘খাদান’ (Khadan) দর্শকদের জন্য একটি দুর্দান্ত উপহার হতে চলেছে।