সিনেপ্রেমীদের জন্য সুখবর চলতি বছরের বড়দিনে মুক্তি পাচ্ছে চারটি বাংলা সিনেমা (Bengali film) ।‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’ এবং ‘৫নং স্বপ্নময় লেন’ একসঙ্গে মুক্তি পেতে চলেছ। যা ঘরে সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনা একেবারে তুঙ্গে। মুক্তির আর কয়েকটা দিন, সব ছবির প্রচার চলছে একেবারে জোড় কদমে। এরই মাঝে পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakrabarty) ছবি ‘সন্তানের’ (Santan) প্রশংসায় পঞ্চমুখ সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
সম্প্রতি, এসভিএফ প্রযোজনা সংস্থার অফিসে রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) দেখা হয়। দেখা হতে না হতেই একে অপরকে জড়িয়ে ধরেন। প্রসেনজিৎ রাজ চক্রবর্তীর ‘সন্তান’(Santan) সিনেমার জন্য শুভেচ্ছা জানান। এরপরে রাজ বলেন, “তুমি ট্রেলারটা দেখেছ?” এর উত্তর দেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee), “হ্যাঁ, আমি তো বম্বেতে (মুম্বই) ছিলাম। ট্রেলার রিলিজের দিনই দেখেছি… এটা আমাদের পুরনো ছবির মত।”
#Shontaan নিয়ে excited @prosenjitbumba, director @iamrajchoco -র সঙ্গে তারই sneak peek!
এই বড়দিনে সপরিবারে দেখার ছবি সন্তান, ২০শে ডিসেম্বর থেকে দেখা হচ্ছে বড়পর্দায়!#MithunChakraborty #AnashuaMajumdar #RitwickChakraborty @subhashreesotwe Ahona Dutta @jeetmusic #SVF pic.twitter.com/nPe1XVYiC8
— SVF (@SVFsocial) December 16, 2024
রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) জানান, এতদিন তিনি ক্রাইম, অ্যাকশন ও রোম্যান্স নিয়ে সিনেমা করেছেন, কিন্তু এবার নতুনভাবে ফ্যামিলি ড্রামা নিয়ে আসছেন দর্শকদের কাছে। এই সিনেমায় নতুন দিক তুলে ধরার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) বলেন, “এটা তোর একটা নতুন শুরু।”
প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) আরও বলেন, ‘সন্তান’ সিনেমায় তার চারজন প্রিয় অভিনেতা অভিনয় করেছেন। তারা হলেন মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী ও অনসূয়া মজুমদার। রাজ চক্রবর্তীর রসিকতার পরিপ্রেক্ষিতে, তিনি বলেন, “পাঁচ নম্বর আমি!” এরপর, প্রসেনজিৎ সবাইকে ‘সন্তান’(Santan) সিনেমা দেখার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ট্রেলার দেখে তার মন ভরে গেছে এবং এটি এক অনবদ্য কাজ।