কলকাতা: লাগাতার পারদ পতনে শীতে কাবু গোটা বাংলা৷ কনকনে হাওয়াও জবুথবু অবস্থা৷ শীতপ্রেমীরা অবশ্য এই মনোরম আবহাওয়া লুটেপুটে উপভোগ করছে৷ তবে এই সুখ ক্ষণিকের৷ ফের বাড়বে তাপমাত্রা৷ তেমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতকের৷ আজ, মঙ্গলবারের পর থেকেই রাজ্যজুড়ে পারদ উধর্বমুখী হবে৷ রাজ্যের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে৷ কমবে কুয়াশার দাপট৷ আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই৷ তবে উত্তরে সামান্য বৃষ্টি হতে পারে৷ নেই শৈত্যপ্রবাহের সতর্কতা৷ (Temperature rise in Bengal)
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় হেরফের না হলেও আগামী তিন-চার দিনের মধ্যেই রাতের তাপমাত্রা একটু একটু করে বাড়তে শুরু করবে৷ দক্ষিণবঙ্গে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের তিন জেলাতেও শৈত্যপ্রবাহের সতর্কতা আর থাকছে না৷ দক্ষিণবঙ্গে ঝকঝকে আকাশের দেখা মিললেও, উত্তরের কয়েকটি জেলায় সামান্য বৃষ্টি হবে৷ ভিজবে দার্জিলিং ও কালিম্পং৷ উত্তরের জেলাগুলি হালকা কুয়াশায় ঢাকা থাকবে৷
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে চলেছে। যার প্রভাব পড়বে এরাজ্যের আবহাওয়ায়৷ লাফিয়ে বাড়বে পারদ৷ সোমবার কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস৷ দিনের তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস৷ তবে পশ্চিমের জেলাগুলিতে বেশ ভালোই রয়েছে শীতের দাপট৷ শ্রীনিকেতনে তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস৷ বাঁকুড়ায় ১০.৮ ডিগ্রি সেলসিয়াস৷ পুরুলিয়ায় তাপমাত্রা ছিল ৭.১ ডিগ্রি সেলসিয়াস৷